KCR Slams Amit Shah : ‘বিভাজনের রাজনীতি করেন’, শাহকে পাল্টা তোপ কেসিআর-র

KCR Slams Amit Shah : কেন্দ্রীয় সরকারের কাছে তেলঙ্গানায় জনজাতি সম্প্রদায়ের জন্য ১০ শতাংশ সংরক্ষণের দাবি তোলেন কেসিআর। তিনি শাহকে তোপ দেগে বলেছেন, তিনি রাজ্যে বিভাজনের রাজনীতি করছেন।

KCR Slams Amit Shah : বিভাজনের রাজনীতি করেন, শাহকে পাল্টা তোপ কেসিআর-র
গ্রাফিক্স সৌজন্যে : টিভি৯ বাংলা

| Edited By: অঙ্কিতা পাল

Sep 17, 2022 | 6:50 PM

হায়দরাবাদ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দাগলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (KCR)। এদিন শাহের অভিযোগের পাল্টা জবাব দিলেন কেসিআর। হায়দরাবাদের একটি সভা থেকে অমিত শাহের বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ করেছেন কেসিআর। তিনি এদিন কেন্দ্রীয় সরকারের কাছে তেলঙ্গানায় জনজাতি সম্প্রদায়ের জন্য ১০ শতাংশ সংরক্ষণেরও দাবি তোলেন।

এদিন তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (TRS) পরিচালিত সরকারের তরফে অনুষ্ঠিত এক জনসভা থেকে কেসিআর বলেছেন,’সরকারের কাছে এই বিল (জনজাতিদের সংরক্ষণ) আপাতত অনুমোদনের জন্য পড়ে রয়েছে। অমিত শাহ এখানে বিভাজনের রাজনীতি করছেন। আমি তাঁর কাছে আবেদন জানাচ্ছি। মোদীর জন্মদিন আজ। আমি তাঁর কাছেও হাতজোড় করে অনুরোধ করছি এই বিলটিতে অনুমোদন দেওয়ার জন্য।’ তাঁর আরও সংযোজন, ‘এমনকী দেশের রাষ্ট্রপতি একজন আদিবাসী মহিলা।’ তিনি তারপর ঘোষণা করেছেন, আগামী সপ্তাহে এই সম্পর্কিত নির্দেশ জারি করবে তাঁর সরকার। তিনি বলেছেন, ‘নরেন্দ্র মোদী কি এটা মেনে নেবেন নাকি এটি তাঁর গলায় ফাঁস হয়ে উঠবে?’

প্রসঙ্গত, ২৪ এর নির্বাচনের লক্ষ্যে এই আদিবাসী সংরক্ষণ কেসিআর-র অন্যতম হাতিয়ার হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শনিবার হায়দরাবাদ মুক্তি দিবস পালন করছে তেলঙ্গানা। সেই উপলক্ষে দক্ষিণের এই রাজ্যে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্দেশ্য এক হলেও মঞ্চ ভিন্ন ছিল এই দুই দলনেতার। ভিন্ন মঞ্চে হায়দরাবাদ মুক্তি দিবস পালন করেন শাহ। সেই মঞ্চ থেকে নাম না করে কেসিআরকে আক্রমণ করেছেন তিনি। পাশাপাশি তিনি স্বাধীনতার জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি কৃতজ্ঞতাও জানান। এদিন শাহ অভিযোগ করেন, ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য এবং রাজাকরদের ভয়ে এতদিন কেউ এই দিনটি কেউ পালন করেননি। একাধিক রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে তিনি বলেছেন, ‘নির্বাচনের আগেই অনেকেই প্রতিশ্রুতি দেন যে তাঁরা ক্ষমতায় এসে হায়দরাবাদ মুক্তি দিবস পালন করবেন। কিন্তু ক্ষমতায় এসে তা আর করে না। রাজাকরদের ভয়ে তারা এমন করেন।’ তিনি সেই মঞ্চ থেকেই বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাঁর উদ্যোগে এ বছর তেলঙ্গানায় এই দিনটি পালন করা হচ্ছে। এবার তাঁর অভিযোগের পাল্টা জবাব দিলেন কেসিআর।