KCR : দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ‘গদিচ্যুত’ করার হুঁশিয়ারি, ২৪ ঘণ্টা সময় দিলেন চন্দ্রশেখর রাও

KCR : সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করে নয়া দিল্লিতে অবস্থান বিক্ষোভ শুরু করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। তাঁর রাজ্যে কৃষকদের থেকে চাল কেনায় সমস্যা ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন তিনি।

KCR : দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে 'গদিচ্যুত' করার হুঁশিয়ারি, ২৪ ঘণ্টা সময় দিলেন চন্দ্রশেখর রাও
ছবি সৌজন্যে : টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2022 | 6:32 PM

নয়া দিল্লি : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। বিজেপি বিরোধী শক্তি হিসেবে উঠে আসার প্রচেষ্টা দেখা গিয়েছে এই দক্ষিণী নেতার মধ্যে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যে পর বিজেপি বিরোধী শক্তি হিসেবে নিজের জায়গা তৈরি করার প্রয়াস দেখা গিয়েছে। বিভিন্ন বিষয়ে মোদীর বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে তেলেঙ্গানায় গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেইসময় মোদীকে স্বাগত জানাতে অনুপস্থিত ছিলেন কে চন্দ্রশেখর। সেই নিয়ে অনেক জলঘোলাও হয়েছে। এবার সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করে নয়া দিল্লিতে অবস্থান বিক্ষোভ শুরু করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। তাঁর রাজ্যে কৃষকদের থেকে চাল কেনায় সমস্যা ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন তিনি। তাঁর দাবি, তাঁর রাজ্য থেকে ১৫ লক্ষ টন সিদ্ধ চাল কেন্দ্রকে সংগ্রহ করতে হবে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী অবস্থান বিক্ষোভে বসে এদিন বলেছেন, “মোদীর সাহস থাকলে আমায় গ্রেফতার করুক…হাত জোর করে আমি প্রধানমন্ত্রী এবং পীযূষ গয়াল (কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী) কে বলছি, অনুগ্রহ করে আমাদের খাদ্যশস্য কিনুন। আম আপনাকে ২৪ ঘণ্টা দিচ্ছি। তারপর আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিয়ে নেব।” তাঁর আরও সংযোজন, “তেলেঙ্গানা তাদের অধিকার দাবি করছে। আমি প্রধানমন্ত্রীকে নতুন কৃষিনীতি প্রণয়নের জন্য অনুরোধ করছি। আমরাও সেই কাজে সাহায্য করব। আপনি যদি এ কাজ না করেন তাহলে আপনাকে গদিচ্যুত করা হবে। নতুন সরকার একটি নতুন সমন্বিত কৃষিনীতি তৈরি করবে।” তিনি কৃষকদের আবেগ নিয়ে না খেলার হুঁশিয়ারিও দেন নরেন্দ্র মোদীকে। তিনি বলেছেন, “কৃষকদের আপনার সরকার ফেলে দেওয়ার ক্ষমতা রয়েছে। তাই কৃষকদের আবেগ নিয়ে খেলবেন না। কৃষকরার ভিখারি নন।”

এদিন রাজধানীতে তেলেঙ্গানা ভবনের সামনে বিক্ষোভ দেখান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। সেই ধরনায় অংশগ্রহণ করেছিলেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সাংসদ, বিধায়ক,সব মন্ত্রী। তেলেঙ্গানা ভবনের চারপাশে বিভিন্ন বিলবোর্ড ও পোস্টার লাগিয়েছে। স্লোগান উঠেছে, ‘এক দেশ-এক ক্রয়নীতি’ এবং ‘কৃষকদের স্বার্থ রক্ষা করুন’। উল্লেখ্য,ইতিমধ্যেই তেলেঙ্গানার এই অবস্থানের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গয়াল। তিনি সম্প্রতি জানিয়েছেন যে, তেলেঙ্গানা সরকার লিখিতভাবে জানিয়েছে যে তারা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াকে সাধারণ চাল সরবরাহ করবে, সিদ্ধ চাল নয়।

আরও পড়ুন :