PM Narendra Modi: মকর সংক্রান্তিতে ধরে রাখলেন ধারা, নিজের বাসভবনে গরুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

PM Modi-Makar Sankranti: হিন্দু ধর্মে মনে করা হয়, মকর সংক্রান্তিতে যদি গরু-বাছুরদের খাওয়ানো হয়, তাহলে জীবন সুখ-সম্মৃদ্ধিতে পরিপূর্ণ হয়। সেই রীতিকে ধরে রেখেই মকর সংক্রান্তিতে নিজের বাসভবনে গরু-বাছুরদের খাওয়ালেন। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গরু।

PM Narendra Modi: মকর সংক্রান্তিতে ধরে রাখলেন ধারা, নিজের বাসভবনে গরুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী
গরুদের খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: IANS

|

Jan 15, 2026 | 12:26 PM

নয়া দিল্লি: মকর সংক্রান্তি শুধু একটা তিথি নয়, দেশজুড়ে পালিত হয় উৎসব। সূর্যদেব, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয়। এই দিনে ঘুড়ি ওড়ান অনেকে। বাকিদের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উদযাপন করলেন মকর সংক্রান্তি। তবে একটু অন্যভাবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে মকর সংক্রান্তি পালন করলেন। এই দিনে তিনি গরু ও বাছুরদের খড় ও ঘাস খাওয়ান। প্রতি বছরই নতুন ফসল ওঠার এই দিনকে এভাবেই পালন করেন প্রধানমন্ত্রী মোদী।

হিন্দু ধর্মে মনে করা হয়, মকর সংক্রান্তিতে যদি গরু-বাছুরদের খাওয়ানো হয়, তাহলে জীবন সুখ-সম্মৃদ্ধিতে পরিপূর্ণ হয়। সেই রীতিকে ধরে রেখেই মকর সংক্রান্তিতে নিজের বাসভবনে গরু-বাছুরদের খাওয়ালেন। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গরু। গো-মাতাকে পুজো করা হয়। প্রধানমন্ত্রী মোদীও তাঁর বাসভবনে ক্ষুদ্রাকৃতির গরু রেখেছেন। প্রতি বছরই তিনি এই গরুগুলির লালন-পালনের ছবি শেয়ার করে থাকেন।

মকর সংক্রান্তিতে পালিত হয় বিহু ও পোঙ্গল উৎসবও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম, তামিলনাড়ু ও কর্নাটকের নাগরিকদের জন্য চিঠি লিখে পাঠিয়েছেন। কীভাবে এই উৎসব বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত হলেও,  গোটা দেশকে এক সুতোয় বেঁধেছে, তা তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী।