Accident: পথচারীকে ধাক্কা, চম্পট দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাসচালকের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 12, 2023 | 6:28 AM

Kerala: এক পথচারীকে ধাক্কা মারে বাস। গুরুতর আহত হন ওই পথচারী। তাঁকে উদ্ধার করতে সঙ্গে সঙ্গেই ছুটে আসেন আশেপাশের লোকজন। একদিকে যখন আহত পথচারীকে উদ্ধার করা হচ্ছিল, সেখানেই বেসামাল গতিতে দুর্ঘটনা ঘটানোর জন্য জনরোষের মুখে পড়ে ওই ঘাতক বাসটি। গণধোলাইয়ের ভয়ে ভিড়ের সুযোগে বাস ফেলে পালানোর চেষ্টা করে অভিযুক্ত বাসচালক।

Accident: পথচারীকে ধাক্কা, চম্পট দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাসচালকের
প্রতীকী চিত্র
Image Credit source: Twitter

Follow Us

তিরুবনন্তপুরম: দ্রুতগতিতে আসছিল বাস, মোড় ঘুরতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা মারে। দুর্ঘটনার পরই ছুটে আসে আশেপাশের সাধারণ মানুষ ছুটে আসে। গণধোলাইয়ের ভয়ে বাস ফেলে পালিয়ে যায় চালক। দৌড়ে পালাচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষা আর হল কই! উর্ধ্বশ্বাসে ছুটছিলেন, রেললাইন পার করার সময় খেয়ালই করেননি ট্রেন আসছে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাসচালকের। ঘটনাটি ঘটেছে কেরলের মাহেতে।

শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। কেরলের নিউ মাহের কাছে এক পথচারীকে ধাক্কা মারে বাস। গুরুতর আহত হন ওই পথচারী। তাঁকে উদ্ধার করতে সঙ্গে সঙ্গেই ছুটে আসেন আশেপাশের লোকজন। একদিকে যখন আহত পথচারীকে উদ্ধার করা হচ্ছিল, সেখানেই বেসামাল গতিতে দুর্ঘটনা ঘটানোর জন্য জনরোষের মুখে পড়ে ওই ঘাতক বাসটি। গণধোলাইয়ের ভয়ে ভিড়ের সুযোগে বাস ফেলে পালানোর চেষ্টা করে অভিযুক্ত বাসচালক। কিন্তু উপস্থিত কয়েকজন তাঁকে দেখে ফেলে এবং ধাওয়া করে।

প্রাণ বাঁচাতে জীজীথ (৪৪) নামক ওই বাসচালক দৌড়ে পালাচ্ছিলেন। সামনেই ছিল রেললাইন। দৌড়ে সেই লাইন পার করার চেষ্টা করেন বাসচালক, কিন্তু খেয়ালই করেননি ওই লাইনে ট্রেন আসছে। আচমকাই ট্রেনের সামনে চলে আসায় ট্রেন চালকও ব্রেক কষতে পারেননি।

পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাসচালকের। আহত ওই পথচারীকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

Next Article