কোঝিকোড়: যৌন নির্যাতনের শিকার হলেন ১৯ বছরের এক কলেজ ছাত্রী। রাস্তা থেকে তাঁকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। তুলে নিয়ে গিয়ে তাঁকে একাধিক বার ধর্ষণ করা করা হয়। এর পর রাস্তার ধারে ওই নির্যাতিতা কলেজ ছাত্রীক অভিযুক্ত ফেলে চলে যায় বলে অভিযোগ। নিখোঁজ থাকার এক দিন পর রাস্তার ধারে ওই ছাত্রীর খোঁজ মেলে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কেরলের কোঝিকোড় জেলায়। ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে দক্ষিণ ভারতের এই রাজ্যে। সে রাজ্যের পুলিশ জানিয়েছে, ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চলছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলেজের হস্টেল থেকে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। কলেজ না করে তাঁর বাড়ি ফিরে যাওয়ার কথা তরুণীর পরিবারের লোককে জানিয়েছিলেন কলেজ কর্তৃপক্ষ। কিন্তু ৩০ মে রাত পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি ওই তরুণী। তখন তাঁর পরিবারের লোকেরা নিখোঁজের অভিযোগ দায়ের করেন। ১ জুন থামারাসেরি চুরাম রোডে ওই তরুণী পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। সেখানে শারীরিক পরীক্ষায় ধর্ষণের বিষয়টি সামনে আসে। ওই নির্যাতিতার বয়ান নথিভুক্ত করেছে পুলিশ।
নির্যাতিতা তরুণী হবে পুলিশকে জানিয়েছেন ওয়ানাড থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তার পর তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়। ঘটনার অভিযুক্তকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন এক উচ্চপদস্থ পুলিশ অফিসার।