Kerala Election Results 2021: কেরলে ইতিহাস! আরও একবার সরকার গড়ছেন পিনারাই বিজয়ন

May 02, 2021 | 10:10 PM

Keral Election Results 2021: পাঁচ বছর অন্তর পালাবদলের রাজনীতি দেখতে অভ্যস্ত কেরলে ভাঙল রেকর্ড।

Kerala Election Results 2021: কেরলে ইতিহাস! আরও একবার সরকার গড়ছেন পিনারাই বিজয়ন
ফাইল চিত্র।

Follow Us

তিরুবনন্তপুরম: বুথ ফেরত সমীক্ষাতে উঠে এসেছিল এবারও কেরলে (Keral Election Results 2021) ক্ষমতা ধরে রাখবে পিনারাই বিজয়নের সরকার। রবিবার ভোটের ফল প্রকাশ হতে সে তত্ত্বেই সিলমোহর পড়ল। দেশের একমাত্র বাম শাসিত রাজ্যে আবারও সিপিএম নেতৃত্বাধীন লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা এলডিএফ সরকার গড়তে চলেছে।

১৪০টি আসনের বিধানসভা কেরলে। এর মধ্যে ৯১টি পেয়েছে বিজয়ন-জোট। ৩৯টি কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা ইউডিএফ পেয়েছে। ১টি এনডিএ। অন্যান্য ৯টি। এখানকার বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কেন্দ্র ধরমাধম। ৫০ হাজার ১২৩টি ভোটে জিতেছেন তিনি। রেকর্ড জয়ের পরই পিনারাই বলেন, তাঁর এই জয় আসলে কেরলের মানুষের জয়।

আরও পড়ুন: রাহুল-সনিয়াকে ছাপিয়ে মমতাই কি জাতীয় রাজনীতির বিরোধী মুখ!

গত চার দশক ধরে পাঁচ বছর অন্তর শাসকদলের বদল দেখতে অভ্যস্ত কেরল। এলডিএফ ও ইউডিএফ ঘুরে ফিরে এ রাজ্যের মসনদে বসে। সে অর্থে এবার ইতিহাস তৈরি হল দক্ষিণের এই রাজ্যে। পর পর দু’ দফায় পিনারাই সরকার আসতে চলেছে এ রাজ্যে। সোমবারই তিরুবনন্তপুরম যাচ্ছেন পিনারাই বিজয়ন। এরপরই শপথগ্রহণ সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত হবে। এখনই কোনও বিজয় মিছিল নয়, জানিয়ে দিয়েছেন তিনি। করোনা সামলানোই এখন মূল লক্ষ্য, ঘোষণা পিনারাই বিজয়নের।

Next Article
বঙ্গযুদ্ধে হার স্বীকার করে বাংলায় কী লিখলেন শাহ-নাড্ডা?
অসমে ফের সরকার গড়ছে বিজেপি, পরবর্তী মুখ্যমন্ত্রী কি হিমন্ত? শুরু জল্পনা