Bride in Exam Hall: ভিডিয়ো: নববধূর সাজ, গলায় স্টেথোস্কোপ, বিয়ের দিনে পরীক্ষায় বসলেন যুবতী

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Feb 12, 2023 | 5:06 PM

ফিজিয়োথেরাপির স্নাতক স্তরের ছাত্রী তিনি। বিয়ের দিনেই বার্ষিক প্র্যাক্টিক্যাল পরীক্ষা ছিল তাঁর। বিয়ের সাজেই পরীক্ষা দিতে আসেন তিনি।

Bride in Exam Hall: ভিডিয়ো: নববধূর সাজ, গলায় স্টেথোস্কোপ, বিয়ের দিনে পরীক্ষায় বসলেন যুবতী
বিয়ের সাজেই পরীক্ষার হলে কনে

Follow Us

তিরুঅনন্তপুরম: মাসখানেক আগেই ঠিক হয়েছিল বিয়ের। বিয়ের দিনই পড়েছে প্র্যাক্টিক্যাল পরীক্ষা। বিয়ের জন্য সকাল থেকেই সেজে গুজে তৈরি যুবতী। সেই সাজেই তিনি এসেছিলেন পরীক্ষা দিতে। বিয়ের শাড়ি পরেই তার উপর অ্যাপ্রন পরেছিলেন। গলায় ঝুলিয়েছিলেন স্টেথোস্কোপ। এ ভাবে প্র্যাক্টিক্যাল পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে যান ওই কিশোরী। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন ২০ লক্ষেরও বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী। বিয়ের সাজেই পরীক্ষা দিতে এসে নেটিজেনদের মন জিতে নিয়েছন ওই কলেজ ছাত্রী। দেড় লক্ষাধিক তাঁর পোস্টে লাইক দিয়ে অভিবাদন জানিয়েছেন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কেরলে।

কেরলের বেথানি নবজীবন কলেজ অব পিজিওথেরাপিতে পড়েন ওই ছাত্রী। তাঁর নাম শ্রীলক্ষ্মী অনিল। ফিজিয়োথেরাপির স্নাতক স্তরের ছাত্রী তিনি। বিয়ের দিনেই বার্ষিক প্র্যাক্টিক্যাল পরীক্ষা ছিল তাঁর। বিয়ের সাজেই পরীক্ষা দিতে আসেন তিনি। বিয়ের জন্য হলুদ শাড়ি পরেছিলেন তিনি। সেই শাড়ির উপর পরেছিলেন সাদা রঙের অ্যাপ্রন। গলায় স্টেথোস্কোপও ঝুলিয়েছিলেন তিনি। এর পাশাপাশি বিয়ের গয়নাও পরেছিলেন।

 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়ো দেখা যাচ্ছে, বিয়ের শাড়ির উপর অ্যাপ্রন পরেই কলেজে এলেন ওই যুবতী। তাঁকে দেখেই উল্লসিত তাঁর সহপাঠীরা। আনন্দে চিরকার করে উঠলেন তাঁরা। তাঁদের দিকে তাকিয় হাসলেন শ্রীলক্ষ্মী। পরীক্ষা হলে আসার পর বান্ধবীদের তাঁর শাড়ি ঠিক করতেও দেখা গিয়েছে। পরীক্ষা দিতে আসার আগে গাড়ির মধ্যে পড়তেও দেখা গিয়েছে তাঁকে। পরীক্ষার পর হল থেকে বেরিয়ে যান ওই ছাত্রী। হলের বাইরে অপেক্ষা করছিলেন তাঁর মা। মাকে দেখেই জড়িয়ে ধরেন তিনি। এই ঘটনা নিয়ে শ্রীলক্ষ্মী বলেছেন, “আমি তো ভেবেছিলাম বিয়ের দিনেই লিখিত পরীক্ষা হবে। আমাকে এসে পরীক্ষা দিতে হবে। কিন্তু আমার বিয়ের তিন দিন আগেই লিখিত পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। শুধু প্র্যাক্টিক্যাল পরীক্ষা বাকি ছিল।”

Next Article