Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Marriage: বউ খুঁজে দিন, বিয়ে করব! পুলিশকে দায়িত্ব দিল যুবক

Police: অনিল জন নামক এক ৩২ বছরের যুবক একাই থাকেন। ১০০ দিনের কাজ করে, খবরের কাগজ বিলি ও লটারির টিকিট বিক্রি করে তাঁর সংসার চলে। একজন সঙ্গীর দরকার, কিন্তু বিয়ে করার জন্য পাত্রী খুঁজে পাচ্ছিলেন না। পরিবারের সদস্য থেকে শুরু করে যে চার্চে প্রার্থনা করতে যান, সবাইকেই বলেছিলেন একজন যোগ্য পাত্রী খুঁজে দিতে। 

Marriage: বউ খুঁজে দিন, বিয়ে করব! পুলিশকে দায়িত্ব দিল যুবক
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Feb 04, 2024 | 1:06 PM

তিরুবনন্তপুরম: বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। বন্ধু-বান্ধব থেকে আত্মীয়-স্বজন, সবাইকেই বলে রেখেছেন পাত্রী খুঁজে দেওয়ার জন্য। কেউই খুঁজে এনে দিতে পারছেন না পছন্দসই পাত্রী। নিরুপায় হয়ে চরম পদক্ষেপ করলেন যুবক। সোজা গিয়ে হাজির হলেন থানায়। পুলিশকেই বললেন, পাত্রী খুঁজে দিতে। বাধ্য হয়ে পুলিশ অভিযোগ দায়েরও করল।

ঘটনাটি ঘটেছে কেরলের কাডাক্কালে। অনিল জন নামক এক ৩২ বছরের যুবক একাই থাকেন। ১০০ দিনের কাজ করে, খবরের কাগজ বিলি ও লটারির টিকিট বিক্রি করে তাঁর সংসার চলে। একজন সঙ্গীর দরকার, কিন্তু বিয়ে করার জন্য পাত্রী খুঁজে পাচ্ছিলেন না। পরিবারের সদস্য থেকে শুরু করে যে চার্চে প্রার্থনা করতে যান, সবাইকেই বলেছিলেন একজন যোগ্য পাত্রী খুঁজে দিতে।  কিন্তু যুবকের একটি চোখে সামান্য সমস্যা থাকায় কেউ-ই বিয়ে করতে রাজি হচ্ছিলেন না।

শেষে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন যুবক। পুলিশকেই বলেন তাঁর জন্য পাত্রী খুঁজে দিতে। পুলিশ এক প্রকার বাধ্য হয়েই অভিযোগ গ্রহণ করে। খোঁজ-খবর নিয়ে জানতে পারেন যে যুবকের সব কথা সত্যি। কিন্তু পুলিশের কাজ তো আর পাত্রী খোঁজা নয়। তাই ওই যুবককে নিয়ে তাঁরা ঘটকের কাছে নিয়ে যান। এখনও অবধি যুবকের পাত্রী খুঁজে পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।