Obscene Social Media Post: স্বামীর সঙ্গে ঝগড়া, সৎ মেয়ের নগ্ন ছবি পোস্ট মায়ের!

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Sep 21, 2023 | 4:34 PM

সৎ মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পোস্ট করার অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে। সেই পোস্ট ওই নাবালিকার ঠাকুমার নজরে আসে। এর পর তিনি নিজের ছেলেকে ঘটনার কথা জানান। তার পর থোরুপুজ্জা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের হয়।

Obscene Social Media Post: স্বামীর সঙ্গে ঝগড়া, সৎ মেয়ের নগ্ন ছবি পোস্ট মায়ের!
প্রতীকী ছবি।

Follow Us

তিরুঅনন্তপুরম: স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল স্ত্রীর। স্বামীর উপর রাগ করে নিজের সৎ মেয়ের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পোস্ট করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ওই মহিলার বয়স ২০ বছর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ১১ বছরের সৎমেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পোস্ট করেছেন এবং তাঁর নগ্ন ছবি পোস্ট করেছেন। এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কেরলের ইডুক্কি জেলার থোরুপুজ্জা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার ৬ মাসের একটি সন্তান রয়েছে। সেই সন্তানের দেখভাল সংক্রান্ত বিষয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল ওই মহিলার। এর পরই সৎ মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পোস্ট করার অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে। সেই পোস্ট ওই নাবালিকার ঠাকুমার নজরে আসে। এর পর তিনি নিজের ছেলেকে ঘটনার কথা জানান। তার পর থোরুপুজ্জা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি, পকসো আইন এবং তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।

যদিও এখনও ওই মহিলাকে গ্রেফতার করেনি পুলিশ। তাঁর দুধের শিশু থাকার জন্যই এখনও গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে পুলিশের এক অফিসার বলেছেন, “আমরা এখনও ওই মহিলাকে গ্রেফতার করিনি। ওই মহিলার ৬ মাসের সন্তান রয়েছে। তাকে দুধ খাওয়াতে হয়। তবে শীঘ্রই এ নিয়ে পদক্ষেপ করা হবে। এ বিষয়ে আমরা আদালতের পরামর্শও চেয়েছি।” ওই মহিলার বিরুদ্ধে যে সব ধারায় অভিযোগ তার অধিকাংশই জামিনের অযোগ্য। তবে ওই মহিলার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। এবং তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার।

Next Article