KKR-এ খেলবে এক সাংসদের ছেলেও! কে তিনি জানেন?

IPL 2026: কলকাতা নাইট রাইডার্সও ১৩ জন ক্রিকেটারকে নিজেদের ঝুলিতে ভরেছে। একদিকে যেখানে ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার অল রাউন্ডার ক্যামেরন গ্রিনকে কিনেছে, সেখানে আরও এক খেলোয়াড়ের নামও কিন্তু নজর কেড়েছে। আরও নজর কেড়েছে তাঁর পিতৃ-পরিচয়।

KKR-এ খেলবে এক সাংসদের ছেলেও! কে তিনি জানেন?
সার্থক যাদব।Image Credit source: X

|

Dec 17, 2025 | 5:52 PM

কলকাতা: আবু ধাবিতে হয়ে গেল আইপিএলের মিনি অকশন বা নিলাম। বাকি টিমের মতো কলকাতা নাইট রাইডার্সও ১৩ জন ক্রিকেটারকে নিজেদের ঝুলিতে ভরেছে। একদিকে যেখানে ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার অল রাউন্ডার ক্যামেরন গ্রিনকে কিনেছে, সেখানে আরও এক খেলোয়াড়ের নামও কিন্তু নজর কেড়েছে। আরও নজর কেড়েছে তাঁর পিতৃ-পরিচয়। ছেলে যেখানে ২২ গজে ছক্কা হাঁকাচ্ছে, সেখানেই বাবা আবার পোড় খাওয়া রাজনীতিবিদ। কে এই সাংসদের ছেলে জানেন?

কেকেআর-এ এবার খেলবেন সার্থক রঞ্জন। ৩০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছে শাহরুখের টিম। সার্থকের বাবা রাজেশ রঞ্জন, যিনি সকলের কাছে পাপ্পু যাদব নামেই পরিচিত। তিনি নির্দল সাংসদ। তাঁর নাম ঘিরে একাধিক বিতর্কও রয়েছে। এবার তাঁর ছেলে খেলবেন আইপিএলে।

দিল্লিতেই ক্রিকেট খেলেছেন সার্থক। দিল্লি প্রিমিয়াম লিগে তাঁর দুর্দান্ত রানই সকলের নজর কাড়ে। চান্স পেলেন কলকাতা নাইট রাইডার্সে। ছেলের এই সাফল্যে আপ্লুত হয়ে পাপ্পু যাদব বলেন, “বাধাই হো বেটু! জমিয়ে খেলো আর নিজের প্রতিভার দমে নিজের পরিচিতি তৈরি করো। নিজের ইচ্ছা পূরণ করো। এবার সার্থকের নামে তৈরি হবে আমাদের সরকার।”