আত্মনির্ভর ভারতের প্রতি TATA-এর বড় উদ্যোগ – ‘অব মেরি বারি’
#AbMeriBaari। TATA Motors এবং TV9 Network-এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে এক নতুন ক্যাম্পেন। ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার ক্যাম্পেন। Tata Ace Pro লঞ্চ উপলক্ষে শুরু হয়েছে ক্যাম্পেন। যদিও সংস্থার দাবি সাধারণ এই গাড়ি ভারতের তৃণমূল স্তরের ্যোক্তাদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে।
#AbMeriBaari। TATA Motors এবং TV9 Network-এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে এক নতুন ক্যাম্পেন। ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার ক্যাম্পেন। Tata Ace Pro লঞ্চ উপলক্ষে শুরু হয়েছে ক্যাম্পেন। যদিও সংস্থার দাবি সাধারণ এই গাড়ি ভারতের তৃণমূল স্তরের উদ্যোক্তাদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে।
তৃণমূল স্তরের উদ্যোক্তা, গিগ কর্মী থেকে ক্ষুদ্র ব্যবসায়ী লাভবান হবেন সকলে। আবেগ, আত্মবিশ্বাস ও লক্ষ্যকে সঙ্গে নিয়ে টিভি৯ অ্যাঙ্কর তুলে ধরছেন এই ক্যাম্পেনের অন্তর্নিহিত দর্শন। তুলে ধরেছেন কেন Tata Ace Pro শুধুই একটি যানবাহন নয়, বরং ভারতের নানা প্রান্তে ছড়িয়ে থাকা স্বপ্নগুলির গতিপথ, অনুপ্রেরণা।
দেখুন অফিসিয়াল #অবমেরিবারির লঞ্চ এবং অনুপ্রাণিত হন সেই সমস্ত গল্পের সঙ্গে যা আত্মনির্ভরতার চেতনা ও সাহসের প্রতীক।