Wing Commander Vyomika Singh: দেশকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী করালেন উইং কম্যান্ডার ভোমিকা, কে এই ‘সিঁদুর অপারেশন’ ব্রিফ করা ‘আকাশকন্যা’?
Operation Sindoor: ছোট থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন ভোমিকা। বরাবরই তাঁর ইচ্ছা ছিল বায়ু সেনায় যোগদানের। ভোমিকা এনসিসি করতেন। ইঞ্জিনিয়ারিংও পাশ করেছেন তিনি। ২০০৪ সালে তিনি যোগদান করেন সশস্ত্র বাহিনীতে।

নয়া দিল্লি: বাবা-মা ভালবেসে নাম রেখেছিলেন ভোমিকা। যার অর্থ ‘আকাশকন্যা’। মেয়ে বড় হয়ে ‘উড়বেন’ খোলা আকাশে। এই ভেবেই বোধহয় নাম রেখেছিলেন উইং কমান্ডার ভোমিকা সিংয়ের বাবা-মা। সেই মেয়েই বুধবার সকালে ‘অপারেশন সিঁদুর’-এর পুরো ব্যাখা দিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও এক ‘অগ্নিকন্যা’। কর্নেল সোফিয়া কুরেশি।
উইং কমান্ডার ভোমিকা সিং কে?
ছোট থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন ভোমিকা। বরাবরই তাঁর ইচ্ছা ছিল বায়ু সেনায় যোগদানের। ভোমিকা এনসিসি করতেন। ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তিনি। ২০০৪ সালে তিনি যোগদান করেন সশস্ত্র বাহিনীতে। প্রথমে বায়ু সেনার হেলিকপ্টারের পাইলট হিসাবে কাজে করেন। এরপর উইং কমান্ডার পদে বহাল হন। এই অফিসারের ২,৫০০ ঘণ্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। তিনি সব ধরনের ভৌগোলিক পরিস্থিতিতে বিমান চালিয়েছেন। ভোমিকা কেবল প্রযুক্তিগতভাবে দক্ষই নন, বরং গুরুত্বপূর্ণ পরিচালনার ক্ষেত্রেও সম্পূর্ণ সক্ষম। তাঁর নেতৃত্ব হয়েছিল একাধিক রুদ্ধশ্বাস অভিযান।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছিলেন, কাউকে রেয়াত করা হবে না। সেই কথাই রেখেছেন তিনি। কাউকে রেয়াত করা হয়নি। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ঢুকে ৯টি জঙ্গিঘাঁটি গুড়িয়েছে সেনা। খতম হয়েছে প্রায় ১০০ জন জঙ্গি।

