Indian Air Force: গেমপ্ল্যান বানিয়েছিলেন নিজে হাতে, পাকিস্তানের রাতের ঘুম কেড়ে আজ দেশনায়ক ভারতের এই পোড় খাওয়া সেনা
Indian Air Force: সূত্রের খবর, ভারতীয় বায়ু সেনার চিফ এয়ার মার্শাল অমরপ্রীত সিং হলেন 'আসল নায়ক' রাওয়ালপিন্ডির এই এয়ারবেসে আক্রমণের পিছনে। এয়ার চিফ মার্শাল সিং-ই মন দিয়ে বেছেছিলেন পাকিস্তান এয়ারবেসে আক্রমণ চালানোর জন্য তাঁর দলকে।

নিউ দিল্লি: লাগাতার ভারতের একাধিক বায়ুসেনা ঘাঁটিকে নিশানা করে হামলা চালিয়েছে পাকিস্তান। এর পাল্টা জবাব দিতে পড়শি দেশটির আকাশসীমায় ঢুকে একের পর এক ছাউনিতে হামলা চালায় এ দেশের বায়ুসেনা। তাঁরই মধ্যে অন্যতম হল রাওয়ালপিন্ডির নুর খান এয়ারবেস অপারেশন। এই ঘাঁটিতে হামলা চালানোর পরপরই পাকিস্তান সংঘর্ষ বিরতির জন্য ভারতের কাছে কাকুতি-মিনতি করে। তবে জানেন ভারতের এই ‘অপারেশনের’ পিছনে বায়ুসেনার কোনও অফিসার ছিলেন?
সূত্রের খবর, ভারতীয় বায়ু সেনার চিফ এয়ার মার্শাল অমরপ্রীত সিং হলেন ‘আসল নায়ক’ রাওয়ালপিন্ডির এই এয়ারবেসে আক্রমণের পিছনে। এয়ার চিফ মার্শাল সিং-ই মন দিয়ে বেছেছিলেন পাকিস্তান এয়ারবেসে আক্রমণ চালানোর জন্য তাঁর দলকে। অপারেশনের জন্য বাছাই করেছিলেন বায়ুসেনার সেরা-সেরা পাইলটদের। সিংকে পূর্ণ সমর্থন করেছিলেন অজিত ডোভাল। ‘অপারেশন সিঁদুরের’ জন্য সবুজ সংকেত দিয়েছিলেন খোদ ডোভালই। সেনা অফিসার মনে করেছিলেন, নুর খান এয়ারবেসে আক্রমণ চালালে গোটা বিশ্বের কাছে প্রমাণ হবে- ভারতীয় বায়ুসেনা পাক বায়ুসেনার থেকে অনেক বেশি শক্তিধর। সেই কারণেই এই পাল্টা প্রত্যাঘাত। সেনা সূত্রে জানা গিয়েছে, এই মিশনে থাকা সব পাইলটই সুস্থ অবস্থায় ফিরেছেন দেশে।
বস্তুত, পাক বিমানবাহিনীর এই ঘাঁটিগুলির মধ্যে চকলালার নূর খান ছাউনিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজধানী ইসলামাবাদ থেকে এর দূরত্ব বেশি নয়। এইখান থেকেই বড় বড় অপারেশন করা হয়। পাক সেনাবাহিনীর সদর দফতর রাওয়ালপিন্ডির গা ঘেঁষে এটি গড়ে উঠেছে। ফলত, এই ঘাঁটি কতটা গুরুত্বপূর্ণ বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি, সাংবাদিক বৈঠক থেকে কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমানবাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিংহ পাকিস্তানে যে যে বায়ুসেনা ঘাঁটিতে ভারতীয় জওয়ানরা প্রত্যাঘাত করেছেন তা নিয়ে তাঁরা বিবৃতি দেন। তাঁর মধ্যেই এই সেনাঘাঁটিও ছিল।





