Kolkata Airport: কলকাতা এয়ারপোর্টই হবে হাব, সরাসরি যোগ ইউরোপের সঙ্গে! সংসদে বলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Feb 03, 2025 | 6:50 PM

Kolkata Airport: সংসদে এ নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী কিনঞ্জারাপু রামমোহন নাইডু বলেন, “দেশের মধ্যে অন্যতম সেরা বিমানবন্দরগুলির তালিকায় রয়েছে কলকাতা। ইতিমধ্যেই এই বিমানবন্দরের বয়স ১০০ বছরের গণ্ডি পেরিয়ে গিয়েছে।” তারপরই শোনান আশার কথা।

Kolkata Airport: কলকাতা এয়ারপোর্টই হবে হাব, সরাসরি যোগ ইউরোপের সঙ্গে! সংসদে বলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
আর কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: দক্ষিণ-পূর্বের দেশগুলি এবং ইউরোপের সঙ্গে কলকাতার বিমানবন্দরের যোগাযোগ ব্যবস্থা আরও স্বচ্ছন্দ করতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে এদিন এ কথা জানান কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী।  প্রসঙ্গত, এর আগে রাজ্য বিধানসভায় আলোচনা হয়েছিল এ নিয়ে। ইউরোপে সঙ্গে কলকাতা বিমানবন্দরের সরাসরি বিমান পরিষেবা চালু নিয়ে উঠেও এসেছিল নানা মত।  

সরাসরি বিমান পরিষেবা চালু নিয়ে প্রস্তাব দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেক্ষেত্রে প্রয়োজনে কেন্দ্রের কাছে দরবারের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার তাই সংসদে কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী এক্ষেত্রে কী কী পদক্ষেপ করছেন তা জানালেন সোমবার। 

এদিন সংসদে এ নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী কিনঞ্জারাপু রামমোহন নাইডু বলেন, “দেশের মধ্যে অন্যতম সেরা বিমানবন্দরগুলির তালিকায় রয়েছে কলকাতা। ইতিমধ্যেই এই বিমানবন্দরের বয়স ১০০ বছরের গণ্ডি পেরিয়ে গিয়েছে। কলকাতা বিমানবন্দরের হাত ধরে যোগাযোগ ব্যবস্থা কী করে আরও উন্নত করা যায় সেদিকে আমাদের সর্বদা নজর রয়েছে। ইউরোপের সঙ্গে এর সরাসরি যাতে যোগাযোগ গড়ে তোলা যায় সেদিকে আমরা সচেষ্ট হয়েছি।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “বিশ্বের পূর্ব দিকে থাকা দেশগুলির সঙ্গে যাতে ভারতের সম্পর্ক আরও জোরদার হয় তার জন্যও কলকাতা বিমানবন্দরের দিকে আমাদের নজর রয়েছে। এটাকে হাব করে যাতে কাজ চালানো যায় সেদিকে আমাদের নজর রয়েছে।”