Kolkata-Flight: কলকাতার আসার পথেই বড় বিপদ ইন্ডিগো বিমানের, কোনও ক্রমে প্রাণে বাঁচলেন ২৭২ জন যাত্রী

Indigo Flight: সোমবার পুনে থেকে দিল্লি যাওয়ার পথে স্পাইস জেটের একটি বিমানও মাঝপথ থেকেই ফিরে যায়। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ফিরে যায় ওই বিমান।

Kolkata-Flight: কলকাতার আসার পথেই বড় বিপদ ইন্ডিগো বিমানের, কোনও ক্রমে প্রাণে বাঁচলেন ২৭২ জন যাত্রী
Image Credit source: PTI

Sep 02, 2025 | 11:44 AM

কলকাতা: আহমেদাবাদের বিমান দুর্ঘটনার আতঙ্ক এখনও কাটেনি। এবার ২৭২ জনকে নিয়ে ফের বিপদের মুখে পড়ল আরও একটি বিমান। কলকাতাগামী ওই ইন্ডিগো বিমানে ছিলেন ২৭২ জন যাত্রী। নাগপুর থেকে কলকাতার দিকে আসছিল বিমানটি। মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লাগে।

তড়িঘড়ি ইন্ডিগো বিমানটি অবতরণ করানো হয় নাগপুরে। মাঝ আকাশেই ইউ-টার্ন নিয়ে ফিরে যেতে হয় পাইলটকে। পাখির ধাক্কায় বিমানটির সামনের অংশের ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কোনও যাত্রীর কোনও ক্ষতি হয়নি।

নাগপুরে দাঁড় করানো ওই বিমান পর্যবেক্ষণ করছেন এয়ারপোর্টের আধিকারিকরা। নাগপুর এয়ারপোর্টের সিনিয়র এয়ারপোর্ট ডিরেক্টর আবিদ রুহি এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সংবাদসংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, নাগপুর-কলকাতা 6E812 ইন্ডিগো বিমানে পাখির ধাক্কা লেগেছে বলেই প্রাথমিকভাবে অনুমা করা হচ্ছে।

গতকাল, সোমবার পুনে থেকে দিল্লি যাওয়ার পথে স্পাইস জেটের একটি বিমানও মাঝপথ থেকেই ফিরে যায়। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ফিরে যায় ওই বিমান। জরুরিভিত্তিতে অবতরণ করানো হয় বিমানটিকে।

গত ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমান ভেঙে পড়ে। ঘটনায় ২৭৫ জনের মৃত্যু হয়। ১২ জন ক্রু মেম্বার, ২২৯ জন যাত্রী ছাড়াও ৩৪ জন এলাকাবাসী ছিলেন সেই তালিকায়। মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ায় একাধিক পড়ুয়ার মৃত্যু হয় সেখানে।