AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Air India Flight: মৃত্যুমুখে যাত্রীরা, রানওয়ে থেকেই হড়কে গেল ফ্লাইট! জারি ইমার্জেন্সি, আবার Air India-র বিমানে বিপত্তি

Air India Flight: রানওয়েতে নামতে গিয়ে হড়কে গেল বিমান। ভারী বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।সূত্রের খবর, অবতরণের সময় বিমানের তিনটি টায়ার ফেটে গিয়েছে। বিমানের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Air India Flight: মৃত্যুমুখে যাত্রীরা, রানওয়ে থেকেই হড়কে গেল ফ্লাইট! জারি ইমার্জেন্সি, আবার Air India-র বিমানে বিপত্তি
ফের বিপদে এয়ার ইন্ডিয়ার বিমান।Image Credit: X
| Updated on: Jul 21, 2025 | 1:40 PM
Share

মুম্বই: আবার এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। রানওয়েতে নামতে গিয়ে হড়কে গেল বিমান। ভারী বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে বিমানবন্দরে জারি করা হয় ইমার্জেন্সি।

এ দিন এয়ার ইন্ডিয়ার এআই ২৭৪৪ এ৩২০ বিমানটি মুম্বই বিমানবন্দরে অবতরণ করার সময় বিপত্তি ঘটে। জানা গিয়েছে, বিমানটি কেরলের কোচি থেকে আসছিল। মুম্বই বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় রানওয়ে থেকে হড়কে বেরিয়ে যায়। তবে পাইলট বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। নাহলে বড় বিপদ হয়ে যেতে পারত।

এই দুর্ঘটনায় বিমানে যেমন ক্ষতি হয়েছে, তেমনই রানওয়েও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত 09/27- রানওয়েটি বন্ধ রেখে সংস্কার করা হচ্ছে। এর বদলে 14/32 রানওয়ে অপারেশনাল রাখা হয়েছে যাতে বিমান ওঠানামা স্বাভাবিক থাকে।

সূত্রের খবর, অবতরণের সময় বিমানের তিনটি টায়ার ফেটে গিয়েছে। বিমানের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানটি সুরক্ষিতভাবেই টার্মিনাল গেটের কাছে পৌঁছয়। যাত্রী ও ক্রু-রাও সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।

এয়ার ইন্ডিয়ার তরফে এই বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, “কোচি থেকে মুম্বইগামী AI2744 বিমানটি অবতরণের সময় ভারী বৃষ্টির সম্মুখীন হয়, যার জেরে টাচডাউনের পর রানওয়ে থেকে বেরিয়ে যায়। বিমান সুরক্ষিতভাবেই গেট অবধি পৌঁছেছে, সকল যাত্রী ও ক্রু সদস্যরা নেমেছেন। বিমানটি পরীক্ষা করে দেখা হচ্ছে। যাত্রীদের সুরক্ষাই আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।