তাপপ্রবাহের খবর পড়তে পড়তেই জড়িয়ে গেল জিভ, স্টুডিয়োতেই ভয়ঙ্কর অবস্থা অ্য়াঙ্করের

Anchor Fainted: নিজের ফেসবুক পেজে লোপামুদ্রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর শরীর খারাপ লাগছিল। বার বার তেষ্টা পাচ্ছিল। কখনও বুলেটিন চলাকালীন জল পান না করলেও, সেদিন আর থাকতে পারেননি। জল পান করার পর দুটো খবর পড়তে পারলেও, এরপর তাঁর জিভ জড়িয়ে যেতে থাকে।

তাপপ্রবাহের খবর পড়তে পড়তেই জড়িয়ে গেল জিভ, স্টুডিয়োতেই ভয়ঙ্কর অবস্থা অ্য়াঙ্করের
খবর পড়তে পড়তেই অজ্ঞান হয়ে যান লোপামুদ্রা।Image Credit source: Facebook

|

Apr 22, 2024 | 6:24 AM

কলকাতা: বৈশাখের দহন। দেশের একটা বড় অংশ জুড়ে তাপপ্রবাহ চলছে। সেই তালিকায় রয়েছে বাংলাও। ইতিমধ্য়েই রাজ্যের তাপমাত্রা ৪৫ ডিগ্রির গণ্ডি পার করেছে। অতিরিক্ত গরমে অনেকেই অসুস্থও হয়ে পড়ছেন। লু লেগে অসুস্থ হয়ে পড়লেন সরকারি সংবাদমাধ্যম দূরদর্শনের সংবাদ পাঠিকাও। খবর পড়তে পড়তেই অজ্ঞান হয়ে গেলেন তিনি।

কলকাতা দূরদর্শনের সংবাদপাঠিকা লোপামুদ্রা সিনহা। দীর্ঘ ২১ বছরের কেরিয়ারে তিনি শো চলাকালীন কখনও এক বিন্দু জল পান করেননি, তা যত বড়ই বুলেটিন হোক না কেন। কিন্তু বৃহস্পতিবার অতিরিক্ত গরমেই ভয়ঙ্কর অবস্থা হল তাঁর। স্টুডিয়োর মধ্যেই সংজ্ঞা হারালেন তিনি।

নিজের ফেসবুক পেজে লোপামুদ্রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর শরীর খারাপ লাগছিল। বার বার তেষ্টা পাচ্ছিল। কখনও বুলেটিন চলাকালীন জল পান না করলেও, সেদিন আর থাকতে পারেননি। জল পান করার পর দুটো খবর পড়তে পারলেও, এরপর তাঁর জিভ জড়িয়ে যেতে থাকে। হঠাৎই অজ্ঞান হয়ে চেয়ারে লুটিয়ে পড়েন তিনি।

লোপামুদ্রা বলেছেন, “হঠাৎ চোখের সামনে থেকে টেলিপ্রম্পটার ঝাপসা হয়ে গেল। আমার চোখ পুরো অন্ধকার হয়ে গেল। আমি চেয়ারেই সংজ্ঞা হারিয়ে ফেলি। কখনও ভাবিনি এমন কিছু হবে।”

প্রচণ্ড গরম ও হঠাৎ রক্তচাপ কমে যাওয়াতেই তাঁর শরীর খারাপ হয়েছিল সংবাদপাঠিকার। এসি-র কিছু সমস্যা থাকায়,  স্টুডিয়োতেও খুব গরম ছিল।