Supreme Court: আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি, মুখিয়ে দেশ

Aug 20, 2024 | 8:58 AM

Supreme Court: ইতিমধ্যেই মামলার আইনজীবী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দিল্লি পৌঁছে গিয়েছেন। আজ সকালেই পৌঁছেছেন তিনি। আর সেখানে গিয়ে বিস্ফোরক অভিযোগও করেছেন। দাবি করেছেন, নির্যাতিতা ওই পড়ুয়ার বাড়িতে বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম করে ওকালত নামায় সই করাতে গিয়েছিল কেউ বা কারা।

Supreme Court: আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি, মুখিয়ে দেশ
সোমবার আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: ডাক্তারি পড়ুয়াকে শারীরিক নির্যাতন ও খুনের প্রতিবাদে বেনজির আন্দোলন দেশজুড়ে। কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দিয়েছে। এরইমধ্যে সুয়োমোটো মামলা নিল দেশের সর্বোচ্চ আদালত। আজ মঙ্গলবার সেই স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যেই মামলার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দিল্লি পৌঁছে গিয়েছেন। আজ সকালেই পৌঁছেছেন তিনি। আর সেখানে গিয়ে বিস্ফোরক অভিযোগও করেছেন। দাবি করেছেন, নির্যাতিতা ওই পড়ুয়ার বাড়িতে বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম করে ওকালত নামায় সই করাতে গিয়েছিল কেউ বা কারা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

আজ সকাল সাড়ে ১০টা থেকে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।

গত শুক্রবারই সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ও তেলঙ্গনার এক চিকিৎসক প্রধান বিচারপতির কাছে চিঠি লিখে আর্জি জানান, আরজি করের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করা হোক। আইনজীবী উজ্জ্বল গৌর ও রোহিত পাণ্ডে লেখেন, পরিস্থিতি ও ঘটনার গুরুত্ব খেয়াল করে এই ঘটনায় সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত হয়েই পদক্ষেপ করা প্রয়োজন। তাঁরা মনে করেন, কাউকে ন্যয় বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে দেশের বিচারব্যবস্থাই অভিভাবক।

অন্যদিকে তেলঙ্গনার সেকেন্দ্রাবাদের আর্মি কলেজ অব ডেন্টাল সায়েন্সেস-এর চিকিৎসক মনিকা সিংও একটি আবেদনপত্র লেখেন। স্বাস্থ্যকর্মীদের উপর যেভাবে নির্মম আঘাত আসছে, বিশেষ করে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায় আদালতের হস্তক্ষেপের আবেদন করেন তিনিও। আইনজীবী মারফত পিটিশন দাখিল করেন। এরপরই গত ১৮ অগস্ট তঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট। আজ সেই মামলা শুনবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ।

Next Article