
বুকে ভয়, চোখে মুখে একরাশ আতঙ্ক। ত্রাণ শিবিরে রাত কাটলেও, দু-চোখের পাতা এক করতে পারেননি। বুকে জমাট বাঁধছিল ‘দানা’র ভয়। ওড়িশার ধামরা ও ভিতরণকণিকার মাঝে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা। বর্তমানে ধীরে ধীরে শক্তি খোয়ালেও, ল্যান্ডফলের সময় ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড় বইছিল। এই ঝড়ের সামনে কাঁচা বাড়ি কেন, পাকা বাড়িও টেকা দায়। কিন্তু শুক্রবার সকালে দেখা গেল, যতটা ভয় ধরিয়েছিল দানা, ততটা প্রভাব ফেলেনি। এমন ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, প্রকৃতির রোষ থেকে কে রক্ষা করল ভিতরকণিকাকে? প্রকৃতিই। আরও স্পষ্টভাবে বলতে গেলে ম্যানগ্রোভ অরণ্য। ছোটবেলায় ভূগোলের বইয়ে উল্লেখ ছিল ম্যানগ্রোভ অরণ্যের। কীভাবে প্রাকৃতিক বাঁধের কাজ করে এই গাছ। একইসঙ্গে কীভাবে জল ও জঙ্গলের বাস্তুতন্ত্রকেও বাঁচিয়ে রাখে। এরই বাস্তব উদাহরণ ঘূর্ণিঝড় দানার প্রভাব। ওড়িশার মন্ত্রী সূর্যবংশী সূরজ জানিয়েছেন, ম্যানগ্রোভ অরণ্যের জন্যই জনবসতিতে বিশেষ একটা প্রভাব পড়েনি ঘূর্ণিঝড়ের। ...