Ladla Bhai Yojana: শুধু মহিলা নয়, এবার মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন যুবকরাও, বড় ঘোষণা সরকারের

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 18, 2024 | 1:16 PM

Youth Stipend Scheme: রাজ্যের যুব প্রজন্মের জন্য বড় ঘোষণা সরকারের। এই প্রকল্পের অধীনে রাজ্যের যুবকদের ৬ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা আর্থিক ভাতা দেওয়া হবে। এক বছরের জন্য শিক্ষানবিশ হিসাবে কাজের সুযোগ দেওয়া হবে। 

Ladla Bhai Yojana: শুধু মহিলা নয়, এবার মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন যুবকরাও, বড় ঘোষণা সরকারের
প্রতীকী চিত্র
Image Credit source: Freepik

Follow Us

মুম্বই: নারীদের আর্থিক ক্ষমতায়নের জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক প্রকল্প রয়েছে। বাংলায় গৃহবধূরা পান লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। তবে এবার শুধু মহিলারাই নন, পুরুষরাও পাবেন ভাতা। রাজ্যের যুব প্রজন্মের জন্য বড় ঘোষণা সরকারের। ১০ হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়া হবে যুবকদের।

এই ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। বিধানসভা নির্বাচনের আগেই বড় চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে লাডলা ভাই যোজনা। এই প্রকল্পের অধীনে রাজ্যের যুবকদের ৬ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা আর্থিক ভাতা দেওয়া হবে। এক বছরের জন্য শিক্ষানবিশ হিসাবে কাজের সুযোগ দেওয়া হবে।

লাডলা ভাই যোজনা-

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, রাজ্যে দক্ষ যুবশক্তি তৈরি করার লক্ষ্যে এই যোজনা আনা হয়েছে। এর অধীনে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবকদের প্রতি মাসে আর্থিক ভাতা দেওয়া হবে।

  কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?

  • ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার যুবকরা এই আর্থিক ভাতা পাবেন।
  • দ্বাদশ শ্রেণি পাশ যুবকদের প্রতি মাসে ৬০০০ টাকা ভাতা দেওয়া হবে।
  • যাদের ডিপ্লোমা ডিগ্রি রয়েছে, তারা মাসে ৮০০০ টাকা করে ভাতা পাবেন।
  • স্নাতক পাশ যুবকদের প্রতি মাসে ১০,০০০ টাকা ভাতা দেওয়া হবে।
  • যুবকদের রাজ্যের বিভিন্ন কারখানায় শিক্ষানবিশ হিসাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।

এক্ষেত্রে, আবেদনকারীকে অবশ্যই মহারাষ্ট্রের বাসিন্দা হতে হবে এবং রাজ্যেই কাজ করতে হবে। রাজ্যের যে কর্মসংস্থানের পোর্টাল রয়েছে, তাতে রেজিস্ট্রেশন করতে হবে। এছা়ড়া ইপিএফ, আধার সহ যাবতীয় তথ্য নথিবদ্ধ থাকতে হবে।

Next Article