Lakhimpur Violence: নিরস্ত্র কৃষকদেরই পিছন থেকে ধাক্কা মেরেছিল কালো এসইউভি! ভাইরাল নতুন ভিডিয়ো
Viral Video of Lakhimpur: ভিডিয়োয় স্পষ্ট দেখা যাচ্ছে, গাড়ির উপর পাথর বা লাঠি দিয়ে হামলা চালাননি কৃষকরা, কারণ তাদের হাতে কোনও অস্ত্রই ছিল না। অন্যদিকে, গাড়ির চালককে শক্ত হাতে স্টিয়ারিং ধরে রেখে দ্রুত গতিতে ওই নিরস্ত্র প্রতিবাদী কৃষকদের দিকেই এগিয়ে যেতে দেখা যায়।
লখনউ: লখিমপুর কৃষক মৃত্যু (Lakhimpur Violence) ঘিরে চড়ছে আরও পারদ। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট(Supreme Court)-র তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। এরইমাঝে সামনে এল আরও একটি ভিডিয়ো, যেখানে আরও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, রবিবার কীভাবে আন্দোলনকারী কৃষকদের চাপা দিয়ে চলে গিয়েছিল কালোরঙের এসইউভি (SUV) গাড়িটি।
দু’দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ২৯ সেকেন্ডের একটি ভিডিয়ো, যা লখিমপুরের বলেই মনে করা হচ্ছে। ওই ভিডিয়োয় দেখা গিয়েছিল কীভাবে কৃষকদের কার্যত ধাক্কা মেরে উড়িয়ে দিচ্ছে গাড়িটি। ইতিমধ্যেই পুলিশও ওই ভিডিয়ো নিয়ে তদন্ত করা শুরু করেছে এবং ভিডিয়োর সত্যতা যাচাই করছে। গতকাল নতুন যে ভিডিয়োটি সামনে এসেছে, তাতে ধাক্কা মারার আগের মুহূর্তও দেখা যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কৃষকদের হাতে লাঠি, তলোয়ার থাকার দাবি করলেও এই ভিডিয়োয় কৃষকদের নিরস্ত্রই দেখা গিয়েছে।
মঙ্গলবারই কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্র (Ajay Kumar Mishra) জানিয়েছিলেন মহিন্দ্রা থর গাড়িটি তাদের হলেও গাড়ির ভিতরে তাঁর ছেলে ছিল না। কৃষকরাই প্রথমে গাড়ির উপরে হামলা চালায়, পাথর ছুড়তে থাকে এবং লাঠি দিয়ে গাড়ির উপর আঘাত করতে থাকে। ক্রমাগত হামলার হাত থেকে বাঁচতেই গাড়ির চালক পালানোর চেষ্টা করে, সেই সময়ই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং চারজন কৃষক গাড়ির নীচে চাপা পড়ে যান।
What you saw all this while was a slomoed version. This video will give you a sense of the speed of the Thar. Scary. #lakhimpur pic.twitter.com/Zpqzcm3KTV
— Sanket Upadhyay (@sanket) October 6, 2021
যদিও এই নতুন ভিডিয়োয় মন্ত্রীর দাবির সম্পূর্ণ বিপরীত চিত্রটাই দেখা যাচ্ছে। ভিডিয়োয় স্পষ্ট দেখা যাচ্ছে, গাড়ির উপর পাথর বা লাঠি দিয়ে হামলা চালাননি কৃষকরা, কারণ তাদের হাতে কোনও অস্ত্রই ছিল না। অন্যদিকে, গাড়ির চালককে শক্ত হাতে স্টিয়ারিং ধরে রেখে দ্রুত গতিতে ওই নিরস্ত্র প্রতিবাদী কৃষকদের দিকেই এগিয়ে যেতে দেখা যায়।
পিছন দিক থেকে গাড়িটি যে দ্রুত গতিতে আসছে, তা বুঝতে না পারায় ধীরগতিতেই হাঁটছিলেন কৃষকরা। এমন সময়েই কালো রঙের ওই এসইউভি গাড়িটি এসে ধাক্কা মারছে। ভিডিয়োর সত্যতা যাচাই করা না হলেও, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গাড়ি দিয়ে কৃষকদের চাপা দেওয়ার পরই বিক্ষোভকারীরা ওই গাড়ির উপর চড়াও হয় এবং ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। ওই গাড়িরই চালক সহ চার যাত্রীকে পিটিয়ে মারে আন্দোলনকারীরা।
রবিবার উত্তর প্রদেশের লখিমপুরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র ও রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্যের। সম্প্রতিই কেন্দ্রীয় মন্ত্রী কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কৃষকরা তার বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করছিলেন।
কৃষকদের দাবি, তারা যখন আন্দোলন শেষ করে পিছু ফেরেন, তখনই কনভয় থেকে একটি কালো এসইউভি, যার ভিতরে মন্ত্রীর ছেলে আশীষ মিশ্র ছিলেন, সেই গাড়িটি এসে চার কৃষককে চাপা দিয়ে দেয়। এই ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
আরও পড়ুন: Lakhimpur Violence: কী ঘটেছিল লখিমপুরে? স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের, শুনানি আগামিকালই