AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lalu Prasad Yadav: ‘১২ বছরের সম্পর্ক…’, ছেলের ‘প্রেম’ দেখে বাড়ি ও দল থেকে ‘তাড়াল’ লালু

Tej Pratap Yadav Expelled: ছেলের 'যুগান্তরী' প্রেমের খবর পেয়েছেন বাবা লালু প্রসাদ যাদবও। আর তারপরেই কড়া পদক্ষেপ। রবিবার, তেজ প্রতাপকে 'দায়িত্বজ্ঞানহীন' ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করলেন আরজেডি প্রধান লালু।

Lalu Prasad Yadav: '১২ বছরের সম্পর্ক...', ছেলের 'প্রেম' দেখে বাড়ি ও দল থেকে 'তাড়াল' লালু
বাঁদিকে তেজ প্রতাপ, ডান দিকে লালু প্রসাদ যাদব
| Updated on: May 25, 2025 | 6:03 PM
Share

পটনা: তিনি একজন জনপ্রতিনিধি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বড় ছেলে। সুতরাং, তাঁকে কি ‘এমন’ কাজ মানায়? আপাতত বিহারের অলিতেগলিতে ঘুরে বেড়াচ্ছে সেই প্রশ্নটাই। শনিবার হঠাৎ করেই ভাইরাল হয় লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদবের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। তাতে দেখা যায়, লালু-পুত্র দাবি করছেন, যে ১২ বছর ধরে অনুষ্কা যাদবের সঙ্গে প্রণয়ের সম্পর্ক রয়েছে তাঁর।

অবশ্য, এই পোস্টকে ভুয়ো বলেই দাবি করেন তেজ প্রতাপ। তিনি জানান, ‘কেউ তাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে এমন উল্টোপাল্টা পোস্ট করেছেন। যার কোনও ভিত্তি নেই।’ গোটা ঘটনা সত্যি নাকি মিথ্য়া, তা পরের কথা। পোস্ট যখন হয়েছে মাশুলও গুনতে হবে তাঁকেই। ফলত, বিহারের চায়ের ঠেকে এখন মুচমুচে চর্চার বিষয় তেজ প্রতাপ।

ছেলের ‘যুগান্তরী’ প্রেমের খবর পেয়েছেন বাবা লালু প্রসাদ যাদবও। আর তারপরেই কড়া পদক্ষেপ। রবিবার, তেজ প্রতাপকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করলেন আরজেডি প্রধান লালু।

তেজী-প্রেম প্রসঙ্গে লালু বলেন, ‘ব্যক্তিগত জীবনে মূল্যবোধের অভাব সামাজিক ন্যায়বিচারের পক্ষে আমাদের লড়াইকে দুর্বল করে। তেজ প্রতাপের দায়িত্বজ্ঞানহীন আচরণ আমাদের পারিবারিক মূল্যবোধ ও ঐতিহ্যের সঙ্গে মেল খায় না। তাই আমি তাঁকে দল ও পরিবার থেকে ত্যাজ্য করলাম। এবার থেকে দল ও পরিবারে তাঁকে কোনও ভূমিকা পালনেই দেখা যাবে না। আগামী ছয় বছরের জন্য পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে তাঁকে।’

লালুর সংযোজন, ‘তিনি তাঁর ব্যক্তিগত জীবনে ভাল-মন্দ মধ্য়ে পার্থক্য করতে পারেন। যদি কেউ তাঁর সঙ্গে সম্পর্ক রাখে, তবে সেটা তাঁর বা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।’