Jawan Killed: জম্মু-কাশ্মীর সীমান্তের কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত জওয়ান, আহত আরও ১
Landmine explosion: অন্যান্য দিনের মতো এদিন সকালেও নোশেরা জেলার সীমান্টে টহল দিচ্ছিলেন সেনা জওয়ানরা। বেলা সাড়ে ১০টা নাগাদ ফরওয়ার্ড ডিফেন্স লাইন -এর প্রায় ৩০০ মিটার দূরে ল্যান্ডমাইন পোঁতা ছিল। টহল দেওয়ার সময় বুঝতে না পেরে ওই ল্যান্ডমাইনে জওয়ানদের পা পড়ে যায় এবং জোরাল বিস্ফোরণ ঘটে।
শ্রীনগর: রাম মন্দিরের উদ্বোধনের উন্মাদনার ঢেউ অযোধ্যা থেকে গোটা দেশে পড়েছে। বাদ যায়নি জম্মু-কাশ্মীরও। কিন্তু, এরই মধ্যে বিস্ফোরণে কেঁপে উঠল সীমান্ত। ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ গেল ১ জওয়ানের। গুরুতর জখম হয়েছ্ন আরও ১ জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের নোশেরা জেলায় লাইন অফ কন্ট্রোলের কাছে।
সেনা সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিন সকালেও নোশেরা জেলার সীমান্টে টহল দিচ্ছিলেন সেনা জওয়ানরা। বেলা সাড়ে ১০টা নাগাদ ফরওয়ার্ড ডিফেন্স লাইন -এর প্রায় ৩০০ মিটার দূরে ল্যান্ডমাইন পোঁতা ছিল। টহল দেওয়ার সময় বুঝতে না পেরে ওই ল্যান্ডমাইনে জওয়ানদের পা পড়ে যায় এবং জোরাল বিস্ফোরণ ঘটে।
সেই ল্যান্ডমাইন বিস্ফোরণে ২ জওয়ান গুরুতর জখম হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১ জনের মৃত্যু হয়। আরেকজনকে গুরুতর জখম অবস্থায় এয়ারলিফ্ট করে উধমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই ল্যান্ডমাইন পোঁতার পিছনে কে বা কারা রয়েছে, তা সেনার তরফে স্পষ্ট করা হয়নি।
প্রসঙ্গত, মাস খানেক আগে গত ২৭ ডিসেম্বর পুঞ্চ জেলায় সেনার কনভয়ে জঙ্গি হামলা হয়। জঙ্গিরা অতর্কিতে সেনা কনভয়ের উপর গুলি চালায়। পাল্টা জওয়ানরাও গুলি চালায়। তবে জঙ্গিদের অতর্কিত হামলায় ৪ জওয়ানের মৃত্যু হয়।