নয়া দিল্লি: বুলেট ট্রেনের জন্য তৈরি হচ্ছে স্টেশন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রকাশ করেছেন সেই ভিডিয়ো। আমেদাবাদের সবরমতী মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাবে তৈরি হয়েছে সেই স্টেশন। ঝাঁ চকচকে সেই স্টেশন তৈরি হচ্ছে বিরাট জায়গা জুড়ে। স্টেশনের মধ্যেই রয়েছে বিভিন্ন ধরনের দোকান, অফিস।
এদিকে, মুম্বই ও আমেদাবাদের মাঝে হাই স্পিড রেল করিডর তৈরির কাজ চলছে পুরোদমে। ৫০৮ কিলোমিটার দূরে থাকা দুই অর্থনৈতিক হাবকে যুক্ত করবে ওই করিডর। ওই ৫০৮ কিলোমিটারের মধ্যে ২৬ কিলোমিটার জুড়ে থাকবে টানেল, থাকবে ১০ কিলোমিটার সেতু।
ছবিতে দেখা যাচ্ছে, ভারতে তৈরি প্রথম এই বুলেট ট্রেন স্টেশনে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের চিত্র কুলে ধরা হয়েছে। মোট ১ লক্ষ ৩৩ হাজার বর্গমিটার জায়গা জুড়ে তৈরি হয়েছে সেই স্টেশন। যাত্রীদের অপেক্ষা করার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা।
গত মাসে ন্যাশনাল হাইস্পিড কর্পোরেশনের তরফ থেকে জানানো হয়েছে, বান্দ্রা কুরলা কমপ্লেক্স স্টেশন তৈরির কাজ এগিয়েছে। ২০২৭- এর মধ্যে সেটি তৈরি হয়ে যাবে বলে জানানো হয়েছে। এটি তৈরি হবে মাটির তলায়। থাকবে ৬টি প্লাটফর্ম যেখানে অনায়াসে গিয়ে দাঁড়াতে পারবেন ১৬টি কোচের ট্রেন।
Terminal for India’s first bullet train!
📍Sabarmati multimodal transport hub, Ahmedabad pic.twitter.com/HGeoBETz9x
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) December 7, 2023