Telengana Pink Water: কুয়ো থেকে হু হু করে বেরচ্ছে গোলাপি জল, সাত সকালে চক্ষু চড়কগাছ বাসিন্দাদের

Telengana Pink Water: বাড়ির মালিক শ্রীনিবাস রীতিমতো ভয় পেয়ে যান। আশপাশের বাড়ির লোকজনকে ডাকতে থাকেন তিনি। বাড়ির সামনে ওই জল দেখতে ভিড় জমে যায়। প্রত্যেকেই নিজের বাড়িতে গিয়ে পরখ করে দেখেন, তাঁদের কুয়োতেও রঙিন জল উঠছে কি না।

Telengana Pink Water: কুয়ো থেকে হু হু করে বেরচ্ছে গোলাপি জল, সাত সকালে চক্ষু চড়কগাছ বাসিন্দাদের
বেরিয়ে আসছে গোলাপি জলImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 6:27 AM

তেলেঙ্গনা: কুয়ো থেকে জল তুলতেই চোখ কপালে বাসিন্দাদের। উঠে আসছে বালতি বালতি গোলাপি জল। সোমবার রাত পর্যন্তও যেখানে পরিষ্কার জল উঠেছে, সেখানে এমন গোলাপি জল কোথা থেকে এল! তা ভেবেই অবাক হচ্ছেন বাড়ির বাসিন্দারা। তেলেঙ্গনার মাঞ্চিরিয়ালা জেলার চেনুর এলাকার ঘটনা। কাট্টা শ্রীনিবাস চারি নামে এক ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উঠে ওই পরিবারের লোকজন প্রতিদিনের মতো জল ভরতে যান। কার্যত চমকে যান পরিবারের সদস্যরা। বালতি ভরে উঠছে গোলাপি জলে। কীভাবে হল এমন!

বাড়ির মালিক শ্রীনিবাস রীতিমতো ভয় পেয়ে যান। আশপাশের বাড়ির লোকজনকে ডাকতে থাকেন তিনি। বাড়ির সামনে ওই জল দেখতে ভিড় জমে যায়। প্রত্যেকেই নিজের বাড়িতে গিয়ে পরখ করে দেখেন, তাঁদের কুয়োতেও রঙিন জল উঠছে কি না।

অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন ওই জল বিষাক্ত হতে পারে। কোনও রাসায়নিক মিশে গিয়েও হতে পারে এমনটা। এর আগেও ঘটেছে এমন ঘটনা। গুজরাটের বানাস কাঁথা জেলায় দেখা গিয়েছিল হঠাৎ করে জলের রঙ কালো হয়ে যাচ্ছিল। পরে গোলাপি হয়ে যায় সেই জল। এলাকার মানুষ ভেবেছিলেন ভগবানের লীলা। তবে সেই সময় বিশেষজ্ঞরা বলেছিলেন, রাসায়নিক বিক্রিয়াতেই বদলে গিয়েছে জলের রঙ। মহারাষ্ট্রেও ঘটেছিল একই ঘটনা। মুম্বই থেকে ৫০০ কিলোমিটার দূরে বুলদানা জেলার একটি পুকুরের জল রঙ বদলে গোলাপি হয়ে গিয়েছিল। সেখানে ব্যাকটিরিয়ার উপস্থিতি ধরা পড়েছিল। তেলঙ্গানার ওই পরিবারের দাবি, তাদের বাড়িতে কেন এমন ঘটনা ঘটল, তা দ্রুত খতিয়ে দেখুক প্রশাসন।