Air Defense System: ভয়ঙ্কর অস্ত্র তৈরি করল DRDO, একসঙ্গে মিসাইল-লেজার দিয়ে গুঁড়ো গুঁড়ো হবে শত্রুদের মেরুদণ্ড!

Indian Army: নতুন এই প্রতিরক্ষা সিস্টেম পরীক্ষার পরই দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও, ভারতীয় সেনাকে অভিনন্দন জানান। তিনি বলেন যে এই পরীক্ষা দেশের মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স ক্ষমতাকে আরও শক্তিশালী করল।

Air Defense System: ভয়ঙ্কর অস্ত্র তৈরি করল DRDO, একসঙ্গে মিসাইল-লেজার দিয়ে গুঁড়ো গুঁড়ো হবে শত্রুদের মেরুদণ্ড!
সফল পরীক্ষা নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের।Image Credit source: X

|

Aug 24, 2025 | 1:28 PM

নয়া দিল্লি: শত্রুদের ঘুম উড়িয়ে প্রতিরক্ষা সিস্টেম আরও মজবুত করল ভারত। ডিআরডিও (DRDO) সফলভাবে পরীক্ষা করল নয়া প্রতিরক্ষা সিস্টেম- ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম। ২৩ অগস্ট দুপুর সাড়ে ১২টা নাগাদ ওড়িশার চাঁদিপুরে এই প্রতিরক্ষা সিস্টেমের পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন ডিআরডিও ও সেনাবাহিনীর শীর্ষকর্তারা।

ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম হল মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম, যার মধ্যে রয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল। এছাড়াও অ্যাডভান্সড ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল  ও হাই পাওয়ার লেজার বেসড ডিরেক্টেড এনার্জি ওয়েপন রয়েছে ডিফেন্স সিস্টেমে। একসঙ্গে মিসাইল ও লেজার অস্ত্র ব্যবহার করে শত্রুর ফাইটার জেট, হেলিকপ্টার, UAV, এমনকি মিসাইলও ধ্বংস করা সম্ভব।

নতুন এই প্রতিরক্ষা সিস্টেম পরীক্ষার পরই দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও, ভারতীয় সেনাকে অভিনন্দন জানান। তিনি বলেন যে এই পরীক্ষা দেশের মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স ক্ষমতাকে আরও শক্তিশালী করল। শত্রুদের আকাশপথে হামলার মোক্ষম জবাব হবে এই ডিফেন্স সিস্টেম। দেশের আকাশপথের সুরক্ষা আরও মজবুত হবে।

পরীক্ষার সময় এই নতুন ডিফেন্স সিস্টেম একসঙ্গে দুটি হাই স্পিডের ফিক্সড উইং এরিয়াল ভেহিকেল ও একটি মাল্টি কপ্টার ড্রোনকে একসঙ্গে নিশানা বানিয়ে ধ্বংস করেছে। হাই এনার্জি লেজার ওয়েপন সিস্টেম ও  QRSAM, VSHORADS অস্ত্র ব্য়বহার করা হয়েছে।