Latest Weather Update: আসছে ‘সে’, ঝকঝকে আকাশ দেখে ধোঁকা খাবেন না, বেলা গড়াতেই রঙ বদলাবে আবহাওয়া, জানুন লেটেস্ট আপডেট

Weather Forecast: মৌসম ভবন জানিয়েছে, উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। তার প্রভাবেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়।

Latest Weather Update: আসছে সে, ঝকঝকে আকাশ দেখে ধোঁকা খাবেন না, বেলা গড়াতেই রঙ বদলাবে আবহাওয়া, জানুন লেটেস্ট আপডেট
ঝেঁপে নামবে বৃষ্টি।Image Credit source: PTI

|

Apr 13, 2025 | 8:30 AM

নয়া দিল্লি: দাবদাহ নয়, ঠান্ডা আমেজেই হবে বর্ষবরণ। বলছে মৌসম ভবন। জোড়া অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে সপ্তাহের শুরুতেই নামবে বৃষ্টি, সঙ্গে বইবে দমকা হাওয়া। আজ, রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার বা বুধবার পর্যন্ত আবহাওয়া মনোরম থাকবে। সম্ভাবনা রয়েছে কালবৈশাখীরও।

মৌসম ভবন জানিয়েছে, উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। তার প্রভাবেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। এর মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।  দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। বেশ কিছু জেলাতে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা প্রবল।

অন্যদিকে, অসম ও মেঘালয়েও আজ, রবিবার ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড, বিহার, মধ্য প্রদেশেও ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত হতে পারে উত্তর প্রদেশ, ছত্তীসগঢ়, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, কেরল, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা ও কর্নাটকে।