দিনের আলোয় খুন আইনজীবী দম্পতি, মৃত্যুর আগে বললেন আততায়ীর নাম

tista roychowdhury |

Feb 17, 2021 | 9:53 PM

শাসক দলের দিকে আঙুল তুলেছেন রাজ্যের বিচারপতি মহল

দিনের আলোয় খুন আইনজীবী দম্পতি, মৃত্যুর আগে বললেন আততায়ীর নাম
প্রাণের আশঙ্কা ছিল। নিরাপত্তার দাবিও জানিয়েছিলেন

Follow Us

তেলেঙ্গানা: ভর দুপুরে চলন্ত গাড়িতে ভয়াবহ হামলা। পুলিশের হাতে আসা ভিডিওতে দেখা যাচ্ছে মৃত্যুর আগে কাতরাতে কাতরাতে আততায়ীর নাম বলে যাচ্ছেন এক ব্যক্তি আর গাড়ির ভিতরে তাঁর স্ত্রীর জ্ঞানহীন দেহ। শিউরে ওঠার মতো ঘটনা ঘটল তেলেঙ্গানায়।

বুধবার দিনের আলোয় ঘটে গেল সেই ভয়ঙ্কর খুনের ঘটনা। মৃত দম্পতি আইনজীবী ছিলেন বলে জানা গিয়েছে। আগে থেকেই প্রাণ সংশয়ে ভুগছিলেন তাঁরা। সে কথা জানিয়েও ছিলেন আদালতে। এর মধ্যেই আশঙ্কা সত্যি করে হামলায় মৃত্যু হল ওই আইনজীবী দম্পতির।

আরও পড়ুন: কানে হেডফোন, মুখে হাত, এত মন দিয়ে কী করছেন সুপারস্টার দেব!

মৃত্যুর আগেই যে আততায়ীর নাম উচ্চারণ করেছেন মৃত ব্যক্তি তার নাম কুন্তা শ্রীনিবাস। মৃত দম্পতির নাম গাট্টু ভবন রাও ও গাট্টু নাগমনি। এ দিন দুপুর ৩ টে নাগাদ এই ঘটনা ঘটে রামগিরি থানা এলাকার কালভাচেরায়। মান্থানীর একটি আদালতে মামলা লড়ে হায়দরাবাদে ফিরছিলেন ওই দম্পতি, তখনই এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাগমনির, হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় ভামান রাও -এর।

রাস্তার মাঝেই হামলা গাড়িতে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আততায়ী এক ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় ওই গাড়িতে। ওই ব্যক্তি তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির মন্ডল প্রেসিডেন্ট বলে জানা গিয়েছে। যদিও পুলিশ এখনও তেমন কোনও তথ্য দেয়নি।

সম্প্রতি এক দলিত ব্যক্তির মৃত্যুর ঘটনায় মামলা লড়ছিলেন ওই দম্পতি। কিছুদিন আগেই মান্থানী থানায় পুলিশের হেফাজতেই মৃত্যু হয় ওই দলিত ব্যক্তির। এরপর থেকেই নানা রকমের সমস্যার মুখে পড়তে হয়েছিল তাঁদের। চলতি মাসের শুরুতে তাঁদের নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থাও করা হয়। পুলিশ তাঁদের হেনস্থা করছে বলে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। সেই অভিযোগ নিয়ে মামলাও চলছিল। তেলেঙ্গানার প্রত্যন্ত অঞ্চলের এক থানায় তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা হয়। এরপরই পুলিশি হেনস্থার অভিযোগ জানান ওই দম্পতি।

এই ঘটনায় শাসক দলের দিকে আঙুল তুলেছেন রাজ্যের বিচারপতি মহল। আইনজীবী চিক্কাদ প্রভাকর জানান, ওই দম্পতি প্রাণনাশের আশঙ্কা করেছিলেন তাই নিরাপত্তা চেয়েছিলেন আগেই। অভিযোগ সত্যি হলে শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ উঠছে বলে উল্লেখ করেছেন তিনি।

Next Article