Mallikarjun Kharge: রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে চিঠি খাড়্গের, কী নিয়ে সরব হলেন?

Mallikarjun Kharge: সাংসদদের এভাবে সিআইএসএফ জওয়ানরা আটকানোয় সরব হয় বিরোধীরা। এদিন হরিবংশকে লেখা চিঠিতে খাড়্গে লিখেছেন, বিরোধী দলগুলির সবার হয়ে তিনি চিঠি লিখছেন। এভাবে সিআইএসএফ জওয়ানরা সাংসদদের পথ আটকানোয় তাঁরা বিস্মিত ও হতবাক বলে চিঠিতে জানিয়েছেন।

Mallikarjun Kharge: রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে চিঠি খাড়্গের, কী নিয়ে সরব হলেন?
সংসদের ভিতরে বিরোধীদের সিআইএসএফ আটকানোয় সরব হলেন মল্লিকার্জুন খাড়্গে Image Credit source: PTI

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 01, 2025 | 8:18 PM

নয়াদিল্লি: ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীর সাংসদরা। তখন সংসদের অন্দরে দেখা গেল CISF জওয়ানদের। শুক্রবার এই নিয়ে সরব হলেন রাজ্যসভার বিরোধী নেতা তথা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংকে চিঠি লিখলেন তিনি। জনগণের স্বার্থে সাংসদরা যখন সরব হচ্ছেন, তখন কেন সিআইএসএফ জওয়ানরা সংসদের অন্দরে তাঁদের আটকাবেন, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। ভবিষ্যতে সিআইএসএফ জওয়ানদের সংসদের ভিতরে এই ভূমিকায় দেখা যাবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

সংসদে বাদল অধিবেশনের প্রথম থেকে বিভিন্ন ইস্যুতে সরব হচ্ছে বিরোধীরা। ওয়েলে নেমে বিক্ষোভও দেখাচ্ছেন। এদিন রাজ্যসভায় তৃণমূল ও ডিএমকে-র কয়েকজন সাংসদ ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন। তখন তাঁদের ওয়েলে নেমে আসার পথে আটকান সিআইএসএফ জওয়ানরা। তার মধ্যে কয়েকজন সাংসদ ওয়েলে নেমে এসে স্লোগান দিতে থাকেন।

সাংসদদের এভাবে সিআইএসএফ জওয়ানরা আটকানোয় সরব হয় বিরোধীরা। এদিন হরিবংশকে লেখা চিঠিতে খাড়্গে লিখেছেন, বিরোধী দলগুলির সবার হয়ে তিনি চিঠি লিখছেন। এভাবে সিআইএসএফ জওয়ানরা সাংসদদের পথ আটকানোয় তাঁরা বিস্মিত ও হতবাক বলে চিঠিতে জানিয়েছেন। প্রতিবাদ জানানোকে সাংসদদের গণতান্ত্রিক অধিকার বলে উল্লেখ করে খাড়্গে লিখেছেন, “গতকাল ও আজ একই ছবি দেখা গেল। এটা আপত্তিজনক। আমরা এর নিন্দা করি।” চিঠিতে খাড়্গের প্রশ্ন, সংসদ কি এখন এত নীচে নেমে গিয়েছে যে জনপ্রতিনিধিরা মানুষের দাবি তুলতে গেলে তাঁদের আটকাতে সংসদের ভিতরে সিআইএসএফ ব্যবহার করতে হচ্ছে? ভবিষ্যতে জনস্বার্থে সাংসদরা যখন গুরুত্বপূর্ণ ইস্যু তুলবেন, তখন সিআইএসএফ জওয়ানরা ওয়েলে আসবেন না বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে লেখা খাড়্গের চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বাদল অধিবেশনের মাঝেই উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের পদত্যাগের বিষয়টি উত্থাপন করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “রাজ্যসভার চেয়ারম্যানের হঠাৎ ও নজিরবিহীন পদত্যাগের পর এখন আমরা দেখছি সংসদের দখল নিচ্ছেন সিআইএসএফ জওয়ানরা।