Bangla News India Leaders and ministers of the country to the common people paid their last respects to the army chief, see the picture
Bipin Rawat Funeral’s Photos: সেনাপ্রধানকে শেষ শ্রদ্ধার্ঘ জানালেন দেশের নেতা-মন্ত্রী থেকে সাধারণ মানুষ
TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath
Dec 10, 2021 | 7:36 PM
Bipin Rawat Funeral: আজ সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সকাল থেকেই তাঁর বাড়িতে শায়িত ছিল দেশের প্রথম সিডিএস ও তাঁর স্ত্রীর দেহ। সেখানে বেলা ১১ টা থেকে সাড়ে ১২টা অবধি শ্রদ্ধা জানান সাধারণ মানুষ।
1 / 12
গত ৮ ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হন প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। দুর্ঘটনায় মৃত্য়ু হয় তাঁর স্ত্রী সহ আরও ১১ জন সেনা কর্মীর। আজ সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সকাল থেকেই তাঁর বাড়িতে শায়িত ছিল দেশের প্রথম সিডিএস ও তাঁর স্ত্রীর দেহ। সেখানে বেলা ১১ টা থেকে সাড়ে ১২টা অবধি শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। এরপর দুপুর দেড়টা অবধি সামরিক বাহিনীর সদস্যরা জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শেষশ্রদ্ধা জানান। দুপুর দুটো নাগাদ কামরাজ মার্গ থেকে শেষযাত্রা শুরু হয়েছে, ব্রার স্কোয়ার শ্মশান অবধি বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল। ইতিমধ্যেই ব্রার স্কোয়ারে রাখা হয়েছে সেনা সর্বাধিনায়কের দেহ। সেখানেই দেশের প্রাক্তন সেনা প্রধানকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সকলে। জানুন কারা কারা সম্মান জানালেন সেনা প্রধানকে।
2 / 12
দেশের প্রতিরক্ষা প্রধানের দুর্ভাগ্যজনক মৃত্যুতে শোক প্রকাশ করে পালাম সেনাঘাঁটিতে তাঁকে শেষ শ্রদ্ধার্ঘ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
3 / 12
বিপিন রাওয়াতের প্রয়াণে শোকাহত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বাসভবনে গিয়ে বিপিন রাওয়াতের কফিনেই পুস্পস্তবক দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলেন রাওয়াতের দুই মেয়ের সঙ্গেও।
4 / 12
প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এদিন তিনি পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।
5 / 12
সেনাপ্রধান এবং তাঁর স্ত্রীকে শেষ শ্রদ্ধার্ঘ জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
6 / 12
প্রয়াত সেনাপ্রধান এবং তাঁর স্ত্রীকে সেনাপ্রধানের বাসভবনে শ্রদ্ধা জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্য নাথ যোগীও।
7 / 12
এ দিন দুপুরেই বিপিন রাওয়াতের বাসভবনে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পুস্পস্তবক দিয়ে তিনি বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান।
8 / 12
প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন কৃষক নেতা তথা ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত।
9 / 12
বেলা গড়াতেই প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীকে শ্রদ্ধা জানাতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন, মনসুখ মাণ্ডব্য, স্মৃতি ইরানি ও সর্বানন্দ সোনওয়াল।
10 / 12
হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ১১জন সেনা কর্মীর প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হল বেনারসের গঙ্গার ঘাটেও।
11 / 12
দেশজুড়ে শ্রদ্ধার্ঘ অর্পণ, বালুশিল্পেও ফুটিয়ে তোলা হল রাওয়াতের প্রতিকৃতি। দেশজুড়ে শ্রদ্ধা জানানো হচ্ছে প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে। বালুশিল্পে ফুটিয়ে তোলা হয়েছে তাঁর প্রতিকৃতি।
12 / 12
বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জানাতে মোমবাতি হাতে পথে নামল যুব প্রজন্ম