Bharat Jodo Yatra 2.0: কবে শুরু হচ্ছে ভারত জোড়ো যাত্রা ২.০? কোন কোন রাজ্যে পদযাত্রা করবেন রাহুল?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 20, 2023 | 7:03 AM

Rahul Gandhi:  ভারত জোড়ো যাত্রার প্রথম ধাপে কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি পায়ে হেঁটে গিয়েছিলেন রাহুল গান্ধী। সূত্রের খবর, দ্বিতীয় দফার ভারত জোড়ো যাত্রার জন্য দুটি রুটের চিন্তাভাবনা করা হচ্ছে। উত্তর ভারতের কোনও রাজ্য থেকে এই যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে কংগ্রেসের।

Bharat Jodo Yatra 2.0: কবে শুরু হচ্ছে ভারত জোড়ো যাত্রা ২.০? কোন কোন রাজ্যে পদযাত্রা করবেন রাহুল?
ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী। ফাইল চিত্র
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: শক্তিশালী বিরোধী দল হিসাবে কংগ্রেস(Congress)-কে প্রচারের আলোয় এনে দিয়েছিল ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। কংগ্রেসের মুখ হিসাবেও রাহুল গান্ধীকে অনেকটাই জনপ্রিয়তা ও প্রাসঙ্গিকতা জুটিয়েছিল এই জনসংযোগ পদযাত্রা। সেই জনপ্রিয়তার রেশ ধরে রাখতেই আবারও পথে নামছে কংগ্রেস। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগেই দ্বিতীয় দফায় ভারত জোড়ো যাত্রা শুরু করতে চায় কংগ্রেস। নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ভারত জোড়ো যাত্রা শুরু করবে কংগ্রেস। এবারও নেতৃত্বে থাকবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

কংগ্রেসের অন্দর মহল সূত্রে খবর, রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা ২.০ শুরু হবে ২০২৪ সালের জানুয়ারি মাসে। তবে এবারের যাত্রা একটু অন্যরকম হবে। হাইব্রিড মোডে হবে এই যাত্রা। পদযাত্রার পাশাপাশি গাড়ি নিয়েও জনসংযোগ করতে বিভিন্ন রাজ্যের অলিগলিতে পৌঁছে যাবেন কংগ্রেস নেতারা।

ভারত জোড়ো যাত্রার প্রথম ধাপে কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি পায়ে হেঁটে গিয়েছিলেন রাহুল গান্ধী। সূত্রের খবর, দ্বিতীয় দফার ভারত জোড়ো যাত্রার জন্য দুটি রুটের চিন্তাভাবনা করা হচ্ছে। উত্তর ভারতের কোনও রাজ্য থেকে এই যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। এইবারের যাত্রায় মূল ফোকাসে থাকবে উত্তর প্রদেশ, বিহার, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, ভারত জোড়ো যাত্রা থেকে বিরোধী জোটের বার্তাও দিতে পারে কংগ্রেস। যেহেতু ২০২৪ সালেই লোকসভা নির্বাচন, তাই ইন্ডিয়া জোটের একাধিক উল্লেখযোগ্য বিরোধী মুখকেও এই যাত্রায় সামিল করা হতে পারে।

আগামী ২১ ডিসেম্বর কংগ্রেসের ওয়ার্কিং গ্রুপের বৈঠক রয়েছে। সেই বৈঠকেই ভারত জোড়ো যাত্রা ২.০ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রসঙ্গত, প্রথম দফার ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালের ৭ সেপ্টেম্বর, কন্যাকুমারী থেকে। ৪০৮০ কিলোমিটার পথ অতিক্রম করে, ১২৬ দিনে ১২টি রাজ্যের ৭৫টি জেলার মধ্য দিয়ে ২০২৩ সালের জানুয়ারি মাসে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে শেষ হয় ভারত জোড়ো যাত্রা।

Next Article