Anantanag Encounter: অনন্তনাগে বড় সাফল্য সেনার, খতম লস্করের জঙ্গি নেতা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Sep 19, 2023 | 4:12 PM

Jammu and Kashmir: কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের সঙ্গে গত কয়েকদিন ধরেই সংঘর্ষ চলছে ভারতীয় সেনার। অনন্তনাগে টানা সাতদিন ধরে চলছে জঙ্গিনিধন অভিযান। এরই মধ্যে মঙ্গলবার সকালে লস্কর-ই-তৈবার কমান্ডার-সহ মোট দুই জন জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা।

Anantanag Encounter: অনন্তনাগে বড় সাফল্য সেনার, খতম লস্করের জঙ্গি নেতা
খতম জঙ্গিনেতা
Image Credit source: TV9 Bangla

Follow Us

জম্মু ও কাশ্মীর: উপত্যকায় আরও এক বড় সাফল্য ভারতীয় সেনার। জওয়ানদের হাতে খতম কাশ্মীরের এক জঙ্গি নেতা। লস্কর-ই-তৈবার কমান্ডার উজির খানকে মঙ্গলবার সকালে নিকেশ করেছে সেনা। এদিন সকালে কাশ্মীরের অনন্তনাগে ওই কুখ্যাত জঙ্গি নেতাকে খতম করা হয়েছে। এর পাশাপাশি আরও এক জঙ্গির দেহ উদ্ধার হয়েছে বলে সেনা সূত্রে জানা যাচ্ছে।

উল্লেখ্য, কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের সঙ্গে গত কয়েকদিন ধরেই সংঘর্ষ চলছে ভারতীয় সেনার। অনন্তনাগে টানা সাতদিন ধরে চলছে জঙ্গিনিধন অভিযান। এরই মধ্যে মঙ্গলবার সকালে লস্কর-ই-তৈবার কমান্ডার-সহ মোট দুই জন জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। সূত্রের খবর, আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে অনন্তনাগের সংঘর্ষে। তবে তৃতীয় ওই জঙ্গির দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যেই পুরো জায়গাটি ঘিরে তল্লাশি চালাচ্ছেন সেনা জওয়ানরা।

কাশ্মীর পুলিশের অ্যাডিশনাল ডিজিপি বিজয় কুমার জানাচ্ছেন, উজির খান নামে ওই জঙ্গি কমান্ডারের দেহের পাশে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। ওই জঙ্গি নেতার নিধনের সঙ্গে সঙ্গে অনন্তনাগে সাত দিন ধরে চলে আসা সেনা অভিযান আপাতত শেষ হল বলেই জানাচ্ছেন অ্যাডিশনাল ডিজিপি। তবে তল্লাশি অভিযান এখনও চালানো হচ্ছে বলে জানাচ্ছেন তিনি।

অনন্তনাগে ভারতীয় সেনার এই অভিযান শুরু হয়েছিল গত সপ্তাহের বুধবার। অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় কিছু জঙ্গি লুকিয়ে ছিল বলে গোপন সূত্রে খবর পান সেনা জওয়ানরা। সেই মতো শুরু হয় জঙ্গি নিধন অভিযান। জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত আজ ওই কুখ্যাত জঙ্গি নেতাকে খতম করলেন জওয়ানরা।

কাশ্মীর পুলিশের অ্যাডিশনাল ডিজিপি জানাচ্ছেন, ‘এখনও অনেকটা জায়গা তল্লাশি করা বাকি আছে। বেশ কিছু জায়গায় বিস্ফোরক রাখা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সেগুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করা হবে।’ সাধারণ মানুষ যাতে ওই এলাকা থেকে আপাতত দূরে থাকেন, সেই পরামর্শও দিচ্ছেন অ্যাডিশনাল ডিজিপি।

Next Article