দেরাদুন: হরিদ্বার রেলস্টেশন থেকে উদ্ধার হয়েছে একটি হুমকি চিঠি। চিঠিতে কেদারনাথ এবং বদ্রিনাথ মন্দির-সহ উত্তরাখণ্ডের বেশ কয়েকটি ধর্মীয় স্থান এবং রেলওয়ে স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই চিঠি পাওয়ার পরই বিশেষ সতর্কতা অবলম্বন করেছে উত্তরাখণ্ডের পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি। রবিবার (১৬ অক্টোবর) জিআরপি-র অতিরিক্ত পুলিশ সুপার অরুণা ভারতী জানিয়েছেন, সাধারন ডাকযোগে চিঠিটি পাঠানো হয়েছে।গত ১০ অক্টোবর হরিদ্বার রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট চিঠিটি পান।
জিআরপি-র অতিরিক্ত পুলিশ সুপার অরুণা ভারতী জানিয়েছেন, চিঠির নিচে জামির আহমেদ নামে একজনের সই রয়েছে। সে নিজেকে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের ‘এরিয়া কমান্ডার’ বলে দাবি করেছেন। জম্মু ও কাশ্মীরে ‘জিহাদিদের হত্যার প্রতিশোধ’ নেওয়ার জন্যই ওই আক্রমণ করা হবে বলে জানানো হয়েছে চিঠিতে। সেই সঙ্গে দাবি করা হয়েছে আগামী ২৫ ও ২৭ অক্টোবর এই হামলা চালানো হবে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ২৫ অক্টোবর হরিদ্বার, দেরাদুন, রুকি, নাজিবাবাদ, কাশিপুর এবং কাঠগোদাম-সহ উত্তরাখণ্ডের বেশ কয়েকটি রেলস্টেশনে হামলা করা হবে। আর ২৭ অক্টোবর, হর কি পৌরি, ভারত মাতা মন্দির, চণ্ডী দেবী মন্দির, মনসা দেবী মন্দির, বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দির উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
অতীতেও উত্তরাখণ্ড সরকার এই ধরনের হুমকি চিঠি পেয়েছে। চলতি বছরেই কানওয়ার যাত্রার সময় রুরকিতে স্থানীয় কর্তৃপক্ষের কাছে এরকম একটি চিঠি এসেছিল। তবে এর আগে, কোনও হুমকি চিঠির বিষয়ে কোনও মামলা দায়ের করা হয়নি। তবে এইবার, এই হুমকি চিঠির বিষয়ে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ সুপার অরুণা ভারতী বলেছেন, “হুমকিটি সত্যি না কেউ প্রতারণা করছে, তা নিশ্চিত করা হচ্ছে। এর জন্য যে যে রাজ্যে অনুরূপ বিষয়বস্তু-সহ চিঠি পাওয়া গিয়েছে, আমরা সেই সেই রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি সতর্ক রয়েছে।”