Operation Sindoor: ‘সরকারকে উত্তর দিতে হবে’, অপারেশন সিঁদুর নিয়ে দ্রুত বিশেষ অধিবেশনের দাবিতে মোদীকে চিঠি ১৬ বিরোধী দলের

Operation Sindoor: এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের জয়রাম রমেশ, দীপেন্দর হুডা, সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব, তৃণমূল কংগ্রেসের ডেরেক ও ব্রায়েন, শিবসেনার সঞ্জয় রাউত এবং আরজেডি-র মনোজ ঝাঁ।

Operation Sindoor: ‘সরকারকে উত্তর দিতে হবে’, অপারেশন সিঁদুর নিয়ে দ্রুত বিশেষ অধিবেশনের দাবিতে মোদীকে চিঠি ১৬ বিরোধী দলের
কী বলছেন ডেরেকরা? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 03, 2025 | 4:09 PM

নয়া দিল্লি: ক্রমেই জোরাল হচ্ছিল দাবিটা। বারবার সুর চড়িয়েছে তৃণমূল। এবার অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবিতে এককাট্টা বিরোধীরা। প্রধানমন্ত্রী চিঠি ১৬টি বিরোধী দলের। আলাদা করে চিঠি আম আদমি পার্টির। অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিস্তারিত তথ্য দিক কেন্দ্র। দিল্লির কন্সস্টিটিউশন ক্লাবে বৈঠকের পর একযোগে দাবি ইন্ডিয়া জোটের। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বলছেন, “১৬টি দল প্রধানমন্ত্রীকে এ নিয়ে একটা চিঠি দিয়েছে। সংসদে উত্তর দেওয়া সরকারের দায়িত্বের মধ্য়ে পড়ে। আর সংসদের দায়িত্ব জনতাকে উত্তর দেওয়া। তাই এ নিয়ে আমরা অধিবেশন চাইছি।” 

সূত্রের খবর, চিঠিতে প্রথম স্বাক্ষর করেছেন রাহুল গান্ধী। দ্বিতীয় স্বাক্ষর করেছেন অখিলেশ যাদব, তৃতীয় স্বাক্ষর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা, রাজ্যসভার বাকি সংসদরাও স্বাক্ষর করেছেন। তবে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার সিদ্ধান্তে সব রাজনৈতিক দল স্বাক্ষর করলেও, নেই আম আদমি পার্টি এবং এনসিপি। আম আদমি পার্টি এবং এনসিপি আলাদাভাবে প্রধানমন্ত্রীকে চিঠি লিখছে বলে খবর।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের জয়রাম রমেশ, দীপেন্দর হুডা, সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব, তৃণমূল কংগ্রেসের ডেরেক ও ব্রায়েন, শিবসেনার সঞ্জয় রাউত এবং আরজেডি-র মনোজ ঝাঁ। বৈঠক শেষে কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা বলেন, “অপারেশেন চলার সময় আমরা সরকারকে সমর্থন করেছি। আমরা সংসদের বিশেষ অধিবেশনে সেনাবাহিনীকে সর্ব অভিনন্দন জানাতে চাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে আমরা কতটা সফল হতে পেরেছি সরকারকে তার উত্তর দিতে হবে।”