Y20 pre-summit: ১১০০০ ফুট উচ্চতায় ওয়াই-২০ প্রাক-সম্মেলন, লাদাখের স্মারক দিয়েই স্বাগত জানালেন লেফটেন্যান্ট গভর্নর

Y20 pre-summit in Leh: শুক্রবার (২৮ এপ্রিল) লেহ উপত্যকার সিন্ধু সংস্কৃতি কেন্দ্রে ওয়াই২০ প্রাক-শীর্ষ সম্মেলনের উদ্বোধন করলেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিডি মিশ্র। অতিথিদের দেওয়া হল স্থানীয় স্মারক উপহার।

Y20 pre-summit: ১১০০০ ফুট উচ্চতায় ওয়াই-২০ প্রাক-সম্মেলন, লাদাখের স্মারক দিয়েই স্বাগত জানালেন লেফটেন্যান্ট গভর্নর
ওয়াই২০ প্রাক-শীর্ষ সম্মেলনের উদ্বোধন করলেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিডি মিশ্র

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Apr 28, 2023 | 8:15 PM

শ্রীনগর: শুক্রবার (২৮ এপ্রিল) লেহ উপত্যকার সিন্ধু সংস্কৃতি কেন্দ্রে ওয়াই২০ প্রাক-শীর্ষ সম্মেলনের উদ্বোধন করলেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বি ডি মিশ্র। উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ কাউন্সিলর তাশি গ্যালসন, লাদাখের সাংসদ জামিয়াং সেরিং নামগিয়াল, লেফটেন্যান্ট গভর্নরের উপদেষ্টা উমঙ্গ নারুলা, যুব বিষয়ক মন্ত্রকের সম্পাদক মিতা রাজীবলোচন, বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব নাগরাজ নাইডু কাকানুর এবং ওয়াই২০ গোষ্ঠীর চেয়ারপার্সন আনমোল সোভিত। সম্মেলনে যোগ দেন প্রায় ১০০ বিদেশি প্রতিনিধি-সহ ১৭০ জনেরও বেশি যুবক যুবতী। উদ্বোধনী ভাষণে ব্রিগেডিয়ার বিডি মিশ্র জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জি২০-র দষ্টিভঙ্গী বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও বলেন, ভারতের তরুণরা বুদ্ধিমান, প্রতিশ্রুতিবদ্ধ, মনোযোগী এবং তারা সামনে এগোনোর রাস্তা জানে। ১১০০০ ফুট উচ্চতায় এই সম্মেলনে যোগ দিতে আসা প্রতিনিধিদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ভারতে অতিথিদের দেবতা জ্ঞানে সেবা করা হয়। ওয়াই২০ বা ইয়োথ২০ হল জি২০-র অন্যতম অফিসিয়াল এনগেজমেন্ট গ্রুপ। এর লক্ষ্য হল জি২০-র সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানদের কাছে তরুণদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা।


লাদাখের সংস্কৃতি, খাবার এবং ঐতিহ্যের কথা তুলে ধরে প্রতিনিধিদের, লাদাখের জীবনধারার সঙ্গে পরিচয় করিয়ে দেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বি ডি মিশ্র। লাদাখের স্থানীয় স্মারক উপহার দিয়েই জি২০-র সদস্য দেশের প্রতিনিধি দলগুলির প্রধানদের সংবর্ধনা দেন তিনি। এদিনের সম্মেলনে ‘হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং – দ্য ইন্ডিয়ান পার্সপেক্টিভ’ থিমে একটি অধিবেশন উপস্থাপন করে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ইয়ং অ্যাকাডেমি অব সায়েন্সেস’। এই অধিবেশনের মডারেটর ছিলেন অধ্যাপক রাজেন্দ্র এস ঢাকা। এছাড়া অংশ নেন ডা. প্রদীপ বানান্দুর, ডা. পঙ্কজ বরাহ, ডা. কল্পনা নাগপাল, ডা. ধীরাজ ভাটিয়া, ডা. রিগজিন সামনলা, ডা. শালিনী আর্য এবং ডা. শরণজিৎ ধাওয়ান। এই অধিবেশনের পর সম্মেলনে যোগ দেওয়া তরুণ প্রতিনিধিরা একটি ইন্টাব়্যাক্টিভ সেশনে অংশ নেন। তাঁদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্যানেলে অংশগ্রহণকারীরা।

ওয়াই২০ প্রাক-সম্মেলনের আগে, লাদাখের উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে একটি টেকসই ক্যাম্পাস চ্যালেঞ্জের আয়োজন করা হয়েছিল। এর ভিত্তি ছিল ওয়াই২০-র অন্যতম থিম, ‘জলবায়ু পরিবর্তন এবং বিপর্যয়ের ঝুঁকি হ্রাস: স্থিতিশীলতাকে জীবনধারায় পরিণত করা’। টেকসই ক্যাম্পাস চ্যালেঞ্জ ২০২৩-এর জন্য পুরস্কারপ্রাপ্তদের এদিন সংবর্ধনা দেন লাদাখের লেফটেন্যান্ট জেনারেল। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছে কার্গিলের গভর্নমেন্ট ডিগ্রি কলেজের দলের প্রস্তাবিত প্রকল্প ‘রিসাইকেল, রিডিউস অ্যান্ড রিইউজ: স্টেশনারি ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম অন কলেজ’। এছাড়া, ওয়াই২০-র পাঁচ থিমের উপর ভিত্তি করে ৫টি সমান্তরাল প্রযুক্তিগত সেশন অনুষ্ঠিত হয়। এই থিমগুলি হল – শেয়ার্ড ফিউচার: ইয়োথ ইন ডেমোক্রেসি অ্যান্ড গভর্ন্যান্স, ফিউচার অব ওয়ার্ক: ইন্ডাস্ট্রি ৪.০, ইনোভেশন অ্যান্ড টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি স্কিলস, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার রিস্ক রিডাকশন: মেকিং সাস্টেইনিবিলিটি আ ওয়ে অব লাইভ, পিস বিল্ডিং অ্য়ান্ড রিকনসিলিয়েশন: আশারিং ইন অ্যান এরা অব নো ওয়ার এবং হেল্থ ওয়েলবিয়িং অ্যান্ড স্পোর্টস: অ্যাজেন্ডা ফর ইয়ুথ।

প্রাক-শীর্ষ সম্মেলনের সময়, বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা লাদাখ ও লেহ-র সমৃদ্ধ সংস্কৃতি এবং ইতিহাসের পরিচয় পান। হেমিস এবং থিকসি মঠ এবং শান্তি স্তূপের মতো স্থানীয় দর্শনীয় স্থানগুলি ভ্রমণ করেন তাঁরা। প্রাক-শীর্ষ সম্মেলনের শেষ দিনে, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে  মতবিনিময় করেন।