Manoj Sinha at TV9 Satta Sammelan: গভীর রাতেও ঝিলম নদীর ধারে গিটার শোনা যায় আজ, কাশ্মীর প্রসঙ্গে বললেন মনোজ সিনহা

Feb 27, 2024 | 3:33 PM

Manoj Sinha at TV9 Satta Sammelan: উপত্যকার পরিবর্তিত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে গেলে দেখা যাবে ঝিলমের তীরে রাত ১১টার সময়েও তরুণরা গিটার বাজাতে পারেন। ‘সত্তা সম্মেলন’-এর মঞ্চে তিনি উল্লেখ করেছেন কৃষিকাজ নিয়ে পরিকল্পনার কথাও।

Manoj Sinha at TV9 Satta Sammelan: গভীর রাতেও ঝিলম নদীর ধারে গিটার শোনা যায় আজ, কাশ্মীর প্রসঙ্গে বললেন মনোজ সিনহা
মনোজ সিনহা
Image Credit source: TV9 Network

Follow Us

নয়া দিল্লি: অনুচ্ছেদ ৩৭০ বাতিল করা হয়েছে পাঁচ বছর আগে। তারপর পরিস্থিতি ঠিক কতটা বদলেছে, তা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এবার লোকসভা নির্বাচনের আগে জম্মু ও কাশ্মীরের লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা জানালেন, কাশ্মীরের পরিস্থিতি এখন এতটাই শান্ত যে গভীর রাতে তরুণরা নদীর ধারে বসে গিটার বাজান। মঙ্গলবার TV9 নেটওয়ার্কের সত্তা সম্মেলনে উপস্থিত হয়ে এমনটাই বলেছেন তিনি। আগামিদিনে কাশ্মীরকে আরও এগিয়ে নিয়ে যাওয়া তাঁর দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তিনি। কাশ্মীরে কবে হবে বিধানসভা ভোট, পাকিস্তানের সঙ্গে আলোচনা নিয়ে কী মত, সব জানিয়েছেন তিনি।

উপত্যকার পরিবর্তিত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে গেলে দেখা যাবে ঝিলমের তীরে রাত ১১টার সময়েও তরুণরা গিটার বাজাতে পারেন। ‘সত্তা সম্মেলন’-এর মঞ্চে তিনি উল্লেখ করেছেন কৃষিকাজ নিয়ে পরিকল্পনার কথাও। মনোজ সিনহা বলেন, “জম্মু ও কাশ্মীর এমন একটি জায়গা যেখানে ভারতের রাষ্ট্রপতিও এক ইঞ্চি জমি নিতে পারেননি, এমনকী জম্মু ও কাশ্মীরের জন্য জীবন উৎসর্গ করা সেনারাও সেখানে বাড়ি তৈরি করতে পারেনি। কিন্তু এখন সময় বদলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জম্মু ও কাশ্মীরকে সামাজিকভাবে আরও শক্তিশালী করার কাজ করা হয়েছে।”

কাশ্মীরি পণ্ডিতরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের শিকার ছিল বলে মন্তব্য করেন মনোজ সিনহা। আজ তারা ভাল আছে। অর্থনৈতিকভাবেও কাশ্মীর শক্তিশালী হয়েছে বলে দাবি করেছেন তিনি।

তাঁর কথায়, পাথর ছোড়া এখন অতীত ঘটনা হয়ে গিয়েছে কাশ্মীরে। এখন রাত ১১ টায়ও ঝিলমের তীরে তরুণদের গিটার বাজাতে দেখতে পাবেন।

Next Article