
নয়া দিল্লি: অপরাধমূলক মামলায় দোষী সাব্যস্ত রাজনীতিবিদদের উপরে আজীবন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে অত্যন্ত কঠিন। সুপ্রিম কোর্টে এমনটাই বলল কেন্দ্র। সরকার পক্ষের দাবি, কোনও অপরাধমূলক মামলায় দোষী সাব্যস্ত হলে ৬ বছরের জন্য বরখাস্ত করা হয়, এটাই যথেষ্ট শাস্তি।
আইনজীবী অশ্বিনী উপাধ্য়ায় সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যে সকল রাজনীতিবিদরা, যারা অপরাধমূলক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন, তাদের আজীবনের মতো রাজনীতির লড়াই থেকে নিষিদ্ধ করা হোক। তারা কেউ যেন আর ভোটে লড়তে না পারেন।
পাশাপাশি সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে মামলার দ্রুত নিষ্পত্তির দাবিও করেছিলেন। আজ, বুধবার কেন্দ্রের তরফে এই আর্জির বিরোধিতা করা হয়। কেন্দ্র জানায়, এটা সংসদীয় বিষয়।
এ দিন কেন্দ্রের হলফনামায় বলা হয়, “আজীবন ব্যান বা নিষেধাজ্ঞা করা সঠিক কি না, তা সংসদের বিচার্য বিষয়। নির্বাচনে প্রতিনিধিত্বে নিষেধাজ্ঞার সময়সীমা সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।”