Messi Tour Hyderabad: যা কলকাতা পারল না, হায়দরাবাদ করে দেখাল, কীভাবে?

Lionel Messi G.O.A.T Tour: কলকাতাতেও মেসির গোট ট্যুর (GOAT Tour)-এ আসার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বাড়ি থেকেও বেরিয়েছিলেন, কিন্তু মাঝপথেই গাড়ি ঘুরিয়ে চলে যেতে হয়। কারণ ততক্ষণে যুবভারতী ছেড়েছেন মেসি। ভাঙচুর, তাণ্ডব চলছে স্টেডিয়ামের ভিতরে। হায়দরাবাদের কাছে হেরে গেল কলকাতা। 

Messi Tour Hyderabad: যা কলকাতা পারল না, হায়দরাবাদ করে দেখাল, কীভাবে?
হায়দরাবাদের মাঠে মেসি।Image Credit source: PTI

|

Dec 14, 2025 | 9:34 AM

হায়দরাবাদ: মুখ্যমন্ত্রীর পায়ে বল, পাস করার চেষ্টা করলেন ফুটবলের রাজপুত্র মেসি(Lionel Messi)-কে। হায়দরাবাদ ভাসল মেসি আবেগে। এক গাল হাসি নিয়ে গোটা মাঠ ঘুরে বেড়ালেন মেসি। হাত মেলালেন খেলোয়াড়দের সঙ্গে। এমনকী, দর্শকদের দিকে শটও মারলেন। এই সবই হতে পারত কলকাতাতেও। এই শহর পারেনি, পেরেছে হায়দরাবাদ। কলকাতা মেসির মুখে হাসি ফোটানো তো দূর, ভিড়ের ঠেলাঠেলিতে বিতশ্রদ্ধ হয়ে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য করেছিল। সেখানেই হায়দরাবাদে দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। ম্যাচ জেতার পর যেমন চওড়া হাসি থাকে, সেই হাসিই দেখা গেল মেসির মুখে।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সন্ধে ৭টা ৫৫ মিনিট নাগাদ পৌঁছন লিওনেল মেসি। সঙ্গে ল্যুই সুয়ারেজ় ও রড্রিগো ডি’পল। প্রদর্শনী ম্যাচ দেখলেন তাঁরা ভিআইপি বক্সে বসে। তারপর নামলেন মাঠে। সঙ্গে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। পুরোদস্তর জার্সি পরে এসেছিলেন মুখ্যমন্ত্রী, ফুটবল খেলবেন না, তা কি হয়? মেসিকে বল পাস করার চেষ্টা করেছিলেন বটে, তবে ব্যর্থ হন। অন্যদিকে অক্লেশে গোল দিলেন এলএম-১০। 

 

কলকাতাতেও মেসির গোট ট্যুর (GOAT Tour)-এ আসার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি বাড়ি থেকেও বেরিয়েছিলেন, কিন্তু মাঝপথেই গাড়ি ঘুরিয়ে চলে যেতে হয়। কারণ ততক্ষণে যুবভারতী ছেড়েছেন মেসি। ভাঙচুর, তাণ্ডব চলছে স্টেডিয়ামের ভিতরে। হায়দরাবাদের কাছে হেরে গেল কলকাতা। 

কলকাতা থেকে হায়দরাবাদে পৌঁছন মেসি ও তাঁর সতীর্থরা। তবে মুখে একটুও ক্লান্তির ছাপ নেই। বরং কলকাতার থেকে হায়দরাবাদে অনেক বেশি তরতাজা এবং খুশি দেখাল তাদের। সেখানে যে তাঁদের ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেলছে না। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)-ও। তিনি কিন্তু মেসির সঙ্গে ছবি তোলার জন্য হুড়োহুড়ি করেননি। বরং কচিকাঁচা বা ফুটবল প্লেয়াররা এলে, তাদের সৌজন্য দেখিয়ে জায়গা ছেড়ে দিচ্ছিলেন। পিছিয়ে বা সরে দাঁড়াচ্ছিলেন ছবির ফ্রেম থেকে।

পরে রাহুল গান্ধীকে মেসির সঙ্গে কথা বলতেও দেখা যায়। লোকসভার বিরোধী দলনেতা যে সৌজন্য দেখিয়েছেন, তাকে সকলে সাধুবাদ জানাচ্ছে। সেখানেই কলকাতায় মেসির সঙ্গে  রাজনৈতিক নেতা-মন্ত্রীদের ছবি তোলার ভিড়কেই দেখতে পেয়েছেন দর্শকরা। ১০-২০ হাজার টাকা খরচ করেও মেসির মুখ টুকু দেখতে পাননি।

আবেগে ভেসেছে হায়দরাবাদের স্টেডিয়ামে উপস্থিত ৪০ হাজার দর্শকও। মেসি যখন গ্যালারির দিকে শট মারেন, তখন তো দর্শকদের পাগল হওয়ার মতো অবস্থা। গোটা স্টেডিয়াম হাততালি, চিৎকারে ফেটে পড়ল। কলকাতা কিন্তু সেই দৃশ্য় দেখাল না মেসিকে। আর্জেন্টিনার তারকাকে মাঠ ছাড়ার সময় দেখতে হল দর্শকাসন থেকে উড়ে আসছে বোতল-চেয়ার! 

এখানে বলে রাখা দরকার, মেসির হায়দরাবাদ সফর কিন্তু অনেক আগে থেকে পরিকল্পিত ছিল না কলকাতা বা মুম্বই, দিল্লির মতো। শেষ মুহূর্তেই সংযোজন হয় হায়দরাবাদের নাম। তাও ভিড় সামাল দিয়ে, সুষ্ঠভাবে অনুষ্ঠান পরিচালনা করতে পেরেছে নিজামের শহর। আর কলকাতা? সেই ছবি তো গোটা বিশ্বই দেখেছে….