Liquor sales: মদ বিক্রির আয় ইসরোর চন্দ্রযান মিশনের বরাদ্দকেও হার মানাল, ৯ দিনে কত টাকার মদ বিক্রি হয়েছে জানেন?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 03, 2023 | 10:48 PM

Liquor sales in Delhi, Kerala: দিল্লিতে গত এক বছরে ৬১ বোতল মদ বিক্রি হয়েছে এবং তার থেকে দিল্লি সরকারের ৭,২৮৫ কোটি টাকা আয় হয়েছে। পুরানো আবগারি নীতি পুনরায় চালু করার ফলেই আপ সরকারের এই বিপুল পরিমাণ আয় হয়েছে বলে খবর।

Liquor sales: মদ বিক্রির আয় ইসরোর চন্দ্রযান মিশনের বরাদ্দকেও হার মানাল, ৯ দিনে কত টাকার মদ বিক্রি হয়েছে জানেন?
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

নয়া দিল্লি: সরকারের রাজস্বের অন্যতম বড় উৎস হল মদ (Liquor)। আরও ভালভাবে বলা যায়, আয়ের অন্যতম বড় উৎস হল, মদ। কিন্তু, ৯ দিনে ৬৬৫ কোটি টাকা আয়? শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে এমনটাই হয়েছে। যা ইসরো-র চন্দ্রযান-৩ মিশনের খরচকেও হার মানাচ্ছে। মূলত, ওনাম উৎসব (Onam festival) উপলক্ষ্যেই কেরলে বিপুল পরিমাণ মদ বিক্রি হয়েছে এবং তার থেকে পিনারাই বিজয়ন সরকারের (Kerala government) মোটা টাকা আয় হয়েছে বলে পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। আবার দিল্লিতে গত এক বছরে ৬১ কোটি বোতল মদ বিক্রি হয়েছে। যার থেকে দিল্লি সরকারেরও বিপুল পরিমাণ আয় হয়েছে।

জানা গিয়েছে, কেরলের অন্যতম বড় উৎসব হল ওনাম। চলতি বছর গত ২০ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত এই উৎসব উদযাপিত হয়। এই উৎসবে রাজ্যের অধিকাংশ মানুষ আনন্দ উপভোগের জন্য মদ্যপান করে। তবে এবছর যে পরিমাণ মদ বিক্রি হয়েছে এবং তার থেকে সরকারের যে পরিমাণ আয় হয়েছে, তা শুনলে চোখ কপালে উঠবে!

আবগারি দফতর সূত্রে খবর, এবছর ওনাম উৎসবের সময় মদ বিক্রির জেরে কেরল সরকারের মোট আয় হয়েছে ৭,২৮৫ কোটি টাকা। যার মধ্যে উৎসব শুরুর প্রথম ৯ দিনে সরকারের আয় হয়েছে ৬৬৫ কোটি টাকা। যা ইসরোর চন্দ্রযান-৩ মিশনের বরাদ্দকেও পিছনে ফেলে দিয়েছে।

চন্দ্রযান-৩ মিশনের জন্য ইসরোর বরাদ্দ ছিল প্রায় ৬০০ কোটি টাকা। কিন্তু, ওনাম উৎসবের সময় কেরলের বাসিন্দারা যে টাকার মদ পান করেছেন, তা ইসরোর বরাদ্দকেও ছাড়িয়ে দিল। যদিও ওনাম উৎসবের সময় কেরলবাসীর অতিরিক্ত মদ্যপান এটাই প্রথম নয়। গত বছর এই উৎসবের সময় ৬২৪ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। গত বছর দিনে সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছিল ১১২ কোটি টাকার। এবছর সেটা বেড়ে হয়েছে ১১৬ কোটি টাকা।

অন্যদিকে, দিল্লিতেও মদ বিক্রির পরিমাণ বেড়েছে। গত এক বছরে ৬১ বোতল মদ বিক্রি হয়েছে এবং তার থেকে দিল্লি সরকারের ৭,২৮৫ কোটি টাকা আয় হয়েছে। ২০২২ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ৩১ অগস্ট পর্যন্ত সময়কালে এই রাজস্ব আয় হয়েছে দিল্লি সরকারের। পুরানো আবগারি নীতি পুনরায় চালু করার ফলেই আপ সরকারের এই বিপুল পরিমাণ আয় হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, মদ বিক্রিতে কালোবাজারি ঠেকাতে ও রাজস্ব বৃদ্ধি করতে কেজরীবাল সরকার নতুন আবগারি নীতি নিয়ে আসে। এই নীতিতে সরকারি মদের দোকান বন্ধ করে বেসরকারি মদের দোকানে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। আরও কিছু নতুন দোকান খোলার প্রস্তাবও ছিল। কিন্তু, এই নীতি কার্যকর করতে কেজরীবাল সরকার নতুন দোকানগুলিতে লাইসেন্স দিতে শুরু করতেই দুর্নীতির অভিযোগ ওঠে। আবগারি দফতরে দুর্নীতির অভিযোগে তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। যার জেরে গত ৩১ জুলাই নতুন আবগারি নীতি প্রত্যাহার করে নেয় দিল্লি সরকার।

Next Article