Liquor Shop Closed: গলা শুকিয়ে কাঠ হবে সুরাপ্রেমীদের, জুনের শুরুতেই ৬ দিন বন্ধ মদের দোকান!

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 01, 2024 | 6:48 AM

Lok Sabha Election 2024: জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ অনুযায়ী, নির্বাচন শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে মদ বিক্রি নিষিদ্ধ। সেই কারণেই ভোট চলা রাজ্যগুলিতে মদ বিক্রি বন্ধ রয়েছে। এই সময়ের মধ্যে মদ উৎপাদন, বিক্রি, মদ নিয়ে যাওয়া, মদ মজুত রাখা নিষিদ্ধ। 

Liquor Shop Closed: গলা শুকিয়ে কাঠ হবে সুরাপ্রেমীদের, জুনের শুরুতেই ৬ দিন বন্ধ মদের দোকান!
ফাইল চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: মাসের শুরুতেই ভোট। আর সেই ভোটই দুঃখের কারণ হয়ে উঠেছে সুরাপ্রেমীদের। ভোটের কারণে বন্ধ মদের দোকান। তাও আবার একদিন নয়, জুন মাসের প্রথম সপ্তাহেই ৬দিন বন্ধ থাকবে মদের দোকান। অর্থাৎ প্রায় গোটা সপ্তাহটাই বন্ধ থাকবে মদের দোকান। এই খবর পাওয়ার পর দুঃখের শেষ নেই সুরাপ্রেমীদের।

লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ আজ, শনিবার। ভোট থাকার কারণে স্বাভাবিকভাবেই যে রাজ্যগুলিতে ভোট, সেখানে বন্ধ থাকবে মদের দোকান। তবে শুধু এই একদিনই নয়, একটানা বন্ধ থাকছে মদের দোকান। শেষ দফার ভোট মিটতেই নির্বাচনের ফল প্রকাশের পালা। আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। সেই দিনও বন্ধ থাকছে মদের দোকান।

কর্নাটকে ৬ দিন বন্ধ থাকবে মদের দোকান। আজ, ১ জুন থেকে আগামী ৪ জুন পর্যন্ত লোকসভা নির্বাচনের ফল প্রকাশ এবং কর্নাটক বিধান পরিষদ নির্বাচনের কারণে মদের দোকান বন্ধ থাকবে।  আগামী ৬ জুনও মদের দোকান বন্ধ থাকবে কারণ সেদিন ভোট গণনা হবে।

প্রসঙ্গত, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ অনুযায়ী, নির্বাচন শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে মদ বিক্রি নিষিদ্ধ। সেই কারণেই ভোট চলা রাজ্যগুলিতে মদ বিক্রি বন্ধ রয়েছে। এই সময়ের মধ্যে মদ উৎপাদন, বিক্রি, মদ নিয়ে যাওয়া, মদ মজুত রাখা নিষিদ্ধ।

শুধুমাত্র মদের দোকানই নয়, ওয়াইন শপ, বার, হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য প্রাইভেট জায়গাতেও মদ বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

টানা কয়েকদিন মদ বিক্রি বন্ধ থাকবে, তার কারণেই বৃহস্পতিবার-শুক্রবারে মদের দোকানগুলিতে ছিল চোখে পড়ার মতো ভিড়। মদ কিনতে লম্বা লাইন পড়েছিল বিভিন্ন দোকানে।

Next Article