UPDATE: ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবাল, জেল থেকেই চালাবেন সরকার
Arvind Kejriwal: দিল্লি হাইকোর্টে রক্ষাকবচ চেয়েছিলেন অরবিন্দ কেজরীবাল। কিন্তু, হাইকোর্ট তাঁকে খালি হাতেই ফিরিয়েছে। ইডির গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিতে রাজি হয়নি। এরপর, বৃহস্পতিবার রাতেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা দিল ইডির কর্তারা। আজ রাতেই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা আপ নেতাদের। এই অবস্থায় রাতেই জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আম আদমি পার্টি। এই ঘটনা নিয়ে প্রতি মুহূর্তের আপডেট পান এখানে -

কেজরিবালের বাড়ি ঘিরে ফেলেছে দিল্লি পুলিশImage Credit: ANI
নয়া দিল্লি: দিল্লি হাইকোর্টে রক্ষাকবচ চেয়েছিলেন অরবিন্দ কেজরীবাল। কিন্তু, হাইকোর্ট তাঁকে খালি হাতেই ফিরিয়েছে। ইডির গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিতে রাজি হয়নি। এরপর, বৃহস্পতিবার রাতেই আবগারি মামলার তদন্তে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা দিল ইডির কর্তারা। আজ রাতেই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা আপ নেতাদের। এই অবস্থায় রাতেই জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আম আদমি পার্টি। এই ঘটনা নিয়ে প্রতি মুহূর্তের আপডেট পান এখানে –
- কেজরীবালকে গ্রেফতারের পর, সম্ভবত তাঁকে ইডি অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। দিল্লির ইডি অফিসের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
- তদন্ত সংস্থার প্রতিবাদে কেজরিয়ালের সমর্থকদের বিপুল সংখ্যক পৌঁছানোর জল্পনার মধ্যে ইডি অফিসের বাইরে 144 ধারা জারি করা হয়েছে।
- অতীশির মতো, দিল্লি বিধানসভার অধ্যক্ষ রামনিবাস গোয়েলও জানিয়েছেন, ইডি গ্রেফতার করলেও পদত্যাগ করবেন না, অরবিন্দ কেজরীবাল।
- অতীশি আজ রাতেই সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন করা হবে বললেও, কেজরীবালের আইনজীবী, অভিষেক সিংভি জানিয়েছেন, আজ রাতেই সুপ্রিম কোর্টে আবেদন করবেন না কেজরী। তবে সূত্রের খবর, শীর্ষ আদালত তাদের জরুরি শুনানির আবেদন প্রত্যাখ্যান করেছে। তাই, কেজরীর আইনি দল আগামীকাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে।
- আপ নেতা তথা দিল্লির মন্ত্রী অতীশি বলেছেন, “আমরা খবর পেয়েছি ইডি অরবিন্দ কেজরীবালকে গ্রেফতার করেছে। আমরা সবসময় বলেছি, জেল থেকেই সরকার চালাবেন যে অরবিন্দ কেজরীবাল। তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর পদেই থাকবেন। আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি। আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে পৌঁছেছেন। আমরা আজ রাতেই সুপ্রিম কোর্টে জরুরি শুনানির দাবি জানাব।”
- সব জল্পনার অবসান, কেজরীবালকে গ্রেফতার করল ইডি।
- কেজরীবালের বাড়ির বাইরে বিপুল সংখ্যায় ভিড় জমিয়েছেন আপ সমর্থকরা। ইডি ও দিল্লি পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। প্রতিবাদীদের বেশ কয়েকজনকে আটক করে দিল্লি পুলিশ।
- অতীশি বলেছেন, “স্পষ্টতই ইডি এবং তাদের প্রভু, বিজেপি, আদালতকে সম্মান করে না। যদি তা হত, তাহলে তারা আজই অরবিন্দ কেজরীবালের বাড়িতে অভিযান চালাতে আসত না। এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। তারা এখানে অরবিন্দ কেজরীবালকে গ্রেফতার করতে এসেছে।”
- সৌরভ ভরদ্বাজ বলেন, “যেভাবে পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে ঢুকেছে এবং বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাতে মনে হচ্ছে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার প্রস্তুতি চলছে।”
- কেজরীবালে বাড়িতে ইডি হানা দিতেই, দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে এসে হাজির হন দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এবং অতিশী। তাঁরা মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশের চেষ্টা করলে, দিল্লি পুলিশ তাদের আটকায়।
- হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর, সুপ্রিম কোর্টে আবেদন করার প্রস্তুতি নিচ্ছিল কেজরীবালের আইনি দল। ইডি হানা দেওয়ার পর, এদিন রাতেই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছে আপ।
- তবে, আদালত থেকে খালি হাতেই ফিরতে হয় তাঁকে। আদালত তাঁর আবেদন মানেনি। এরপরই, সার্চ ওয়ারেন্ট হাতে নিয়ে অরবিন্দ কেজরীবালের বাড়ি পৌঁছে যায় ইডির আট থেকে দশ আধিকারিকের একটি দল। উত্তর দিল্লির ডিসিপি-র নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘিরে ফেলে মুখ্যমন্ত্রীর বাসভবন।
- এদিন সকালে দিল্লি হাইকোর্টে অরবিন্দ কেজরীবাল রক্ষাকবচ চেয়েছিলেন। কেজরীবাল আবেদন করেছিলেন, সমন মেনে হাজিরা দিলে ইডি যেন তাঁকে গ্রেফতার না করে। তিনি আবেদন করেন, সমন মেনে হাজিরা দিলে তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা হবে না এমন আশ্বাস দিতে হবে ইডিকে।
- এক-আধবার নয়, নয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তলব করেছিল অরবিন্দ কেজরীবালকে। এদিনও তাঁকে সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু আজও হাজিরা দেননি কেজরীবাল।
