Kankinara: এক বাড়ির ছাদ থেকে অন্য বাড়ির ছাদে লাফাচ্ছেন উলঙ্গ ব্যক্তি, সঙ্গে অদ্ভুত চিৎকার, ভূতের ভয়ে ‘ত্রস্ত’ কাঁকিনাড়া

Feb 14, 2024 | 9:45 AM

Kankinara: ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাকিনাডা জেলা সদরের কাছে পেদ্দাপুরম মণ্ডলের কান্দ্রকোটায়। গ্রামবাসীর অভিযোগ, এক নগ্ন ব্যক্তি আমগাছের ডাল ধরে এক বাড়ি থেকে অন্য বাড়িতে লাফিয়ে-লাফিয়ে যাতায়াত করছেন। রাত্রি আড়াইটে নাগাদ কখনও জোরে-জোরে কাঁদছেন। কখনও চিৎকার করছেন।

Kankinara: এক বাড়ির ছাদ থেকে অন্য বাড়ির ছাদে লাফাচ্ছেন উলঙ্গ ব্যক্তি, সঙ্গে অদ্ভুত চিৎকার, ভূতের ভয়ে ত্রস্ত কাঁকিনাড়া
প্রতীকী ছবি
Image Credit source: Wikipedia

Follow Us

কাঁকিনাড়া: নগ্ন শরীর। আম গাছের ডাল ধরে লাফিয়ে-লাফিয়ে এক ছাদ থেকে অন্য ছাদে যাচ্ছেন এক ব্য়ক্তি। কখনও আবার লেবু দিয়ে কীসব যেন পুজো করছেন। সঙ্গে অদ্ভুত ভাবে চিৎকারও করছেন। আর ওই ব্যক্তির কর্মকীর্তিতে চরম আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। বিগত ২০ দিন ধরে ওই ব্যক্তির ভয়ে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের।

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাকিনাডা জেলা সদরের কাছে পেদ্দাপুরম মণ্ডলের কান্দ্রকোটায়। গ্রামবাসীর অভিযোগ, এক নগ্ন ব্যক্তি আমগাছের ডাল ধরে এক বাড়ি থেকে অন্য বাড়িতে লাফিয়ে-লাফিয়ে যাতায়াত করছেন। রাত্রি আড়াইটে নাগাদ কখনও জোরে-জোরে কাঁদছেন। কখনও চিৎকার করছেন।
স্থানীয় এক বাসিন্দার কথায়, “আমি কুড়ি দিন আগে কালো ও লম্বা মাথাওয়ালা এক নগ্ন ব্যক্তিকে গ্রামে ঘুরে বেড়াতে দেখেছি।”

এ দিকে, এই ঘটনার পর গ্রামবাসীরা কার্যত একজোট হয়ে পাহাড়া দিতে শুরু করেন। রাতভর লাঠিসোঁটা ও টর্চ নিয়ে গ্রামের চারপাশে ঘোরাফেরা করেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা জানায়, তাঁদের হাতে লাঠি দেখার পরও ভয় পাননি ওই ব্যক্তি। উল্টে আম গাছে ডাল ধরে এমন লাফ দিয়েছে যে একটি বাড়ির দরজা ভেঙে গিয়েছে।

এ দিকে এই ঘটনার পর গ্রামবাসীদের মধ্যে তৈরি হয়েছে নানা গুজব। কেউ বলছেন, এই অদ্ভুত লোকটি একটি অশুভ শক্তি ছাড়া আর কিছুই নয়। কেউ আবার বলছেন এটি ভূত অথবা রাক্ষস। তবে তবে কারোর কারোর মতে, গ্রামকে অশান্ত করার উদ্দেশ্যেই ওই ব্যক্তি এসব করছে।

ইতিমধ্যেই এই বিপদ থেকে বাঁচতে গ্রামের লোকজন শিব মন্দিরে বিশেষ পুজো দিয়েছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও জানিয়েছেন যাতে সমস্যার সমাধান হয়। তবে ওয়াকিবহাল মহলের মতে, কেউ ইচ্ছাকৃতই এই কাজ করে যাচ্ছে।

Next Article