
মুম্বই: এবার লোকাল ট্রেনে লাগানো হবে মেট্রোর মতো স্বয়ংক্রিয় দরজা। যাত্রী নিরাপত্তার কথা ভেবেই তড়িঘড়ি এই বিরাট সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। সোমবার সকালে মুম্বইয়ে অফিস টাইমে ঘটা বিপদ থেকে শিক্ষা নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
কী বিপত্তি ঘটেছে?
এদিন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে থানের কাসারার দিকে যাচ্ছিল একটি মুম্বই লোকাল। ঠাসা ভিড়। একাধিক যাত্রীই ঝুলছিলেন ট্রেনের গেটে। তখনই ঘরে বিপত্তি। ভিড়ের চাপেই হাত ফসকে চলন্ত ট্রেন থেকে পড়ে যান পাশের লাইনে। ওই সময়ই সেই লাইন দিয়ে আসছিল পুষ্পক এক্সপ্রেস। ট্রেনের নীচে চাপা পড়ে কমপক্ষে ৫ জন। সাতসকালে ঘটে রক্তারক্তি কাণ্ড। রেল কর্তৃপক্ষ সূত্র জানা গিয়েছে, এই বাদুড়ঝোলা ঝুলতে গিয়ে এদিন মোট ৮ থেকে ১২ জন ওই ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন।
রেলের মুখপাত্র স্বপ্নিল ধনরাজ নীলা জানিয়েছেন, ‘ট্রেনের ফুট বোর্ডে এক সঙ্গে এত লোক যাতায়াত করার কারণেই এই রকমের দুর্ঘটনা ঘটেছে।’ আসলে মুম্বই লোকাল ও ঠাসা ভিড় সমগোত্রীয়। একটা থাকলে, আর একটা থাকবেই। সেই সূত্র ধরেই এমন ঘটনা অহরহ হয়ে থাকে। কিন্তু এবারের ভয়াবহতা অন্যবারের তুলনায় অনেকটাই বেশি।
সোমবার মুম্বই দুর্ঘটনার পরেই বৈঠকে বসে মুম্বই রেল কর্তৃপক্ষ। গোটা দুর্ঘটনার প্রতি সমবেদনা প্রকাশ করে ও তা থেকে শিক্ষা নিয়ে মেট্রো রেলের মতো স্বয়ংক্রিয় দরজা লাগানো লোকাল ট্রেনের কথা ঘোষণা করে তারা। এদিন রেলের তথ্য ও প্রচার দফতরের নির্বাহী পরিচালক দিলীপ কুমার জানিয়েছেন, ‘মুম্বই শহরের জন্য তৈরি হওয়া সমস্ত ট্রেনে এবার থেকে স্বয়ক্রিয় দরজার ব্যবস্থা থাকবে। যে সকল ট্রেনগুলি পরিষেবা প্রদান করছে, সেগুলিকেও বদলে ফেলা হবে।’