Loco Pilot: টয়লেট পেলেও ‘ব্রেক’ নয়, আবেদন খারিজ করে দিল রেল
Loco Pilot: রেলওয়ে বোর্ড লোকোমোটিভ কেবিনে ক্রু ভয়েস এবং ভিডিয়ো রেকর্ডিং সিস্টেম ইনস্টল করার পদক্ষেপকেও সমর্থন করেছে। তবে এই সিস্টেম কর্মীদের পর্যবেক্ষণ করার উদ্দেশে নয়।

নয়া দিল্লি: কর্তব্যরত অবস্থায় খাওয়া বা বাথরুমে যাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন ট্রেনের লোকো পাইলটরা। সেই আবেদন খারিজ করে দিয়েছে রেল। সূত্রের খবর, একটি উচ্চস্তরের প্যানেল এই সুপারিশগুলি করেছিল, যা প্রত্যাখ্যান করেছে রেল। এই ব্রেক দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে।
রেলওয়ে বোর্ডের বক্তব্য, বিরতির জন্য ডিউটির সময়সূচী পরিবর্তন করলে ট্রেন চলাচল ব্যাহত হতে পারে। একইসঙ্গে, রেলওয়ে বোর্ড লোকোমোটিভ কেবিনে ক্রু ভয়েস এবং ভিডিয়ো রেকর্ডিং সিস্টেম ইনস্টল করার পদক্ষেপকেও সমর্থন করেছে। তবে এই সিস্টেম কর্মীদের পর্যবেক্ষণ করার উদ্দেশে নয়।
বোর্ডের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, কর্মীদের অপ্রয়োজনে পর্যবেক্ষণ করা নয়, বরং কোনও ঘটনা ঘটে পরবর্তীতে তা বিশ্লেষণ করার ক্ষেত্রে সুবিধা হবে বলেই এই ব্যবস্থা। রেল বোর্ড সমস্ত জোনাল রেলওয়ের জেনারেল ম্যানেজারদের নির্দেশিকা দিয়েছে। নিরাপদে ট্রেন চালানোই মূল উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে।
তবে, অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন (AILRSA) রেল বোর্ডের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। রেল বোর্ডের সিইও এবং চেয়ারম্যানকে লেখা এক চিঠিতে, AILRSA-র সাধারণ সম্পাদক কেসি জেমস বলেছেন যে ট্রেনের গতি বৃদ্ধি করলে লোকো পাইলটদের চাপের মাত্রা কীভাবে বৃদ্ধি পায় তা মূল্যায়ন করতে কমিটি ব্যর্থ হয়েছে। বিশেষ করে মহিলা লোকো পাইলটরা আরও কঠিন পরিস্থিতির মুখে পড়বেন বলেও সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে।





