AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lok Sabha Election 2024 Exit Poll: তেলঙ্গানায় মাত্র ১টি আসন পেতে পারে KCR-এর দল! ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

Telangana Lok Sabha Election: টিভি নাইন, পোলস্ট্র্যাট ও পিপলস ইনসাইটের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, লোকসভা ভোটে আরও শক্তি হারাতে পারে বিআরএস। যদিও বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।

Lok Sabha Election 2024 Exit Poll: তেলঙ্গানায় মাত্র ১টি আসন পেতে পারে KCR-এর দল! ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়
কে চন্দ্রশেখর রাওImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 02, 2024 | 12:44 AM
Share

হায়দরাবাদ: তেলঙ্গানা বিধানসভা নির্বাচনেই জোর ধাক্কা খেয়েছিলেন কে চন্দ্রশেখর রাও। তেলঙ্গানায় ক্ষমতাচ্যুত হয়েছে বিআরএস। তেলঙ্গানায় জিতে সরকার গড়েছে কংগ্রেস। আর এবার লোকসভা ভোট। বিধানসভা ভোটের ধাক্কা কাটিয়ে কি ঘুরে দাঁড়াবে কেসিআর-এর দল? টিভি নাইন, পোলস্ট্র্যাট ও পিপলস ইনসাইটের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, লোকসভা ভোটে আরও শক্তি হারাতে পারে বিআরএস। যদিও বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।

তেলঙ্গানায় মোট ১৭টি লোকসভা আসন রয়েছে। টিভি নাইন, পোলস্ট্র্যাট ও পিপলস ইনসাইটের বুথ ফেরত সমীক্ষায় পূর্বাভাস, তেলঙ্গানায় কংগ্রেস পাঁচটি আসন বাড়িয়ে পেতে পারে আটটি আসন। আসন বাড়তে পারে বিজেপিরও। দক্ষিণের এই রাজ্যে বিজেপি তিনটি আসন বাড়িয়ে সাতটি আসন পেতে পারে বলে ইঙ্গিত মিলছে। আসাদউদ্দিন ওয়াইসির মিম পেতে পারে একটি আসন। আর বিশাল ধস নামতে পারে কেসিআরদের ঘরে। উনিশের লোকসভা ভোটে বিআরএস পেয়েছিল ৯টি আসন। সেখান থেকে কমে এবারের লোকসভা নির্বাচনে কেসিআর-এর দল পেতে পারে মাত্র একটি আসন।

যদিও বুথ ফেরত সমীক্ষার এই পূর্বাভাস কোনও চূড়ান্ত ফলাফল নয়। এটি জনমতের একটি আভাস মাত্র। চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতেই হবে ৪ জুন ভোটগণনা পর্যন্ত। তবে গত বছরের শেষের দিকে তেলঙ্গানার বিধানসভা নির্বাচনে বিআরএসকে ক্ষমতা থেকে সরিয়ে রাজ্য সরকার গঠন করেছে কংগ্রেস।

**বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।

দ্রষ্টব্য: ১ কোটি ভোটারের সঙ্গে কথা বলে বুথ ফেরত সমীক্ষার ফলে একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেছেন সমীক্ষা সংস্থাগুলি। তাই প্রতি মুহূর্তে পরিসংখ্যানের আপডেট করা হচ্ছে। এখনও পর্যন্ত এটাই সর্বশেষ আপডেট।