LS Election Results 2024 Date: দিল্লির মসনদে বসবে কে? চূড়ান্ত ফল জানা যাবে আজই

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 04, 2024 | 12:01 AM

Lok Sabha Election Results 2024 Date, Time:

LS Election Results 2024 Date: দিল্লির মসনদে বসবে কে? চূড়ান্ত ফল জানা যাবে আজই
ভোট গণনার প্রস্তুতি চলছে।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: দেশের সবথেকে বড় গণতান্ত্রিক উৎসব লোকসভা নির্বাচন। এ বছরে সাত দফায় দেশজুড়ে হয়েছে লোকসভা নির্বাচন, প্রথম ভোট গ্রহণ হয়েছিল ১৯ এপ্রিল। এরপর ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং শেষ দফায় ১ জুন ভোট গ্রহণ হয়। আজ, লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। দেশের ৫৪৩টি আসনের ভোট গণনা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৪২টি আসনও রয়েছে। আজই গণনা শেষে প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের ফলাফল।

এ বছরে শেষ দফার ভোট গ্রহণ মিটতেই, তিনদিনের মধ্যে ভোটের ফল প্রকাশ করা হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৬৪২ মিলিয়ন ভোটার ভোট দিয়েছেন। আজ সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা।  এবীর পোস্টাল ব্যালট ও ইভিএমের একসঙ্গে ভোট গণনা হবে।

নির্বাচনের ফলাফলের যাবতীয় আপডেট পেতে  নজর রাখুন TV9 বাংলার ওয়েবসাইটে

এছাড়া TV9 বাংলার চ্যানেল এবং TV9 বাংলার ইউটিউবে পেয়ে যাবেন সমস্ত খবরের লাইভ আপডেট।

 

Next Article