নয়া দিল্লি: দেশের সবথেকে বড় গণতান্ত্রিক উৎসব লোকসভা নির্বাচন। এ বছরে সাত দফায় দেশজুড়ে হয়েছে লোকসভা নির্বাচন, প্রথম ভোট গ্রহণ হয়েছিল ১৯ এপ্রিল। এরপর ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং শেষ দফায় ১ জুন ভোট গ্রহণ হয়। আজ, লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। দেশের ৫৪৩টি আসনের ভোট গণনা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৪২টি আসনও রয়েছে। আজই গণনা শেষে প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের ফলাফল।
এ বছরে শেষ দফার ভোট গ্রহণ মিটতেই, তিনদিনের মধ্যে ভোটের ফল প্রকাশ করা হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৬৪২ মিলিয়ন ভোটার ভোট দিয়েছেন। আজ সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। এবীর পোস্টাল ব্যালট ও ইভিএমের একসঙ্গে ভোট গণনা হবে।
নির্বাচনের ফলাফলের যাবতীয় আপডেট পেতে নজর রাখুন TV9 বাংলার ওয়েবসাইটে।
এছাড়া TV9 বাংলার চ্যানেল এবং TV9 বাংলার ইউটিউবেও পেয়ে যাবেন সমস্ত খবরের লাইভ আপডেট।