নয়াদিল্লি: অনলাইন গেমিং, রেসিং, ক্যাসিনোর উপর ২৮ শতাংশ কর কার্যকরের জন্য শুক্রবার লোকসভায় পাশ হল সেন্ট্রাল অ্যান্ড ইন্টিগ্রেটেড জিএসটি বিল। দ্য সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (অ্যামেনডেন্ট) বিল ২০২৩ এবং দ্য ইন্টগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (অ্যামেনডেন্ট) বিল ২০২৩ লোকসভায় ধ্বনিভোটে পাশ হয়েছে। এ নিয়ে কোনও বিতর্ক হয়নি সংসদের অন্দরে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ডের জন্য জন্য শুক্রবার লোকসভায় বিরোধীদের প্রতিবাদের মধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন এই বিল পেশ করেন।
অনলাইন গেমিং, ঘোড়াদৌড় এবং ক্যাসিনোয় করের মাত্রা বাড়ানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল কেন্দ্রে। জিএসটি আইনের ৩এ ধারা পরিবর্তন করার পথ খোলা রাখতেই এই সংশোধিত বিল পাশ করা হল। এর পর অনলাইন গেমিং, ক্যাসিনো, হর্স রেসে ২৮ শতাংশ জিএসটি কার্যকরে কোনও বাধা রইল না। এছাড়া অইলাইনে জুয়া সংক্রান্ত বিষয়েও কার্যকর হবে জিএসটি।
এমন অনেক অনলাইন গেমিং আছে যা বিদেশ থেকে পরিচালিত হয়। সেই সব বিভিন্ন অনলাইন গেমিং প্ল্যাটফর্ম যদি কর ফাঁকি দেওয়ার চেষ্টা করে বা তা এড়িয়ে চলতে চায়, তাহলে সেই ধরনের প্ল্যাটফর্ম ব্লক করার সুযোগও তৈরি হল এই বিল পাশের জেরে। জিএসটি সংক্রান্ত এই নতুন আইন পাশের সম্মতি আগেই দিয়েছিল জিএসটি কাউন্সিল। এ বার তা সংসদে পাশ হল।