নয়া দিল্লি: রাজ্যসভার অধ্যক্ষের পর এ বার অধিবেশন কার্য ব্যাহত হওয়া নিয়ে দুঃখ প্রকাশ করলেন লোকসভা(Lok Sabha)-র স্পিকার ওম বিড়লা (Om Birla)-ও। এ দিন তিনি বলেন, “বারবার লোকসভার কাজ ব্যহত হল, এটি অত্যন্ত দুঃখজনক।”
এ দিন সকালেই সূত্র মারফত খবর মেলে যে নির্দিষ্ট সময়ের আগেই ইতি টানা হচ্ছে বাদল অধিবেশনে (Monsson Session of Parliament)। বিরোধীরা ক্রমাগত সংসদীয় কার্যে বাধা দেওয়ার জেরেই এ দিন সকালে লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়। অন্যদিকে বেলা ১২টা অবধি মুলতুবি হয়ে যায় রাজ্যসভাও। ওবিসি বিল পাশ হওয়ার পরই স্থগিত করে দেওয়া হবে অধিবেশন।
লোকসভার স্পিকার ওম বিড়লা এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, লোকসভায় যেরকম কাজের আশা করা হয়েছিল, তা কিছুই হয়নি। বারংবার ব্যহত হয়েছে অধিবেশন। মাত্র ২১ ঘণ্টার কিছু বেশি সময় অধিবেশন চলেছে। বাকি প্রায় ৭০ ঘণ্টাই বিরোধীদের বিক্ষোভের জেরে নষ্ট হয়েছে।
ওম বিড়লা বলেন, “আমি অত্যন্ত দুঃখিত। লোকসভায় যেরকম কাজের আশা করা হয়েছিল, তা হয়নি। বিরোধীরা সরকারের সঙ্গে অসহমত হতেই পারে। তবে আমি বরাবরই চেষ্টা করে এসেছি যে আলোচনার মাধ্যমে যেন সমস্যার সমাধান হয় ও সংসদ সুষ্ঠভাবে পরিচালিত হতে পারে। সাধারণ মানুষ সংসদের দিকেই তাকিয়ে থাকেন, আশা করেন যে সেখানে জনসাধারণের স্বার্থে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, সংসদ সাধারণের করের টাকাতেই পরিচালিত হয়। কিন্তু এ বার হাজারো প্রচেষ্টা সত্ত্বেও লোকসভার কাজ সঠিকভাবে করা সম্ভব হয়নি।”
বিরোধীদের আচরণে কষ্ট পেয়েছেন রাজ্যভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। বুধবার অধিবেশনের শুরুতে বিরোধীদের আচরণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি, তাঁর চোখে জল চলে আসে। তিনি জানিয়েছেন, গতকাল বিরোধীরা কেউ টেবিলে ওপর বসে, কেউ দাঁড়িয়ে যে আচরণ করেছেন, তাতে তিনি ব্যাথিত। তিনি বলেন, “আমি গতকাল সারারাত ঘুমোতে পারিনি। বিরোধিদের আচরণে সংসদের পবিত্রতা নষ্ট হয়েছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো সরকারকে চলতে বাধ্য করতে পারেন না।” আরও পড়ুন: দিল্লি সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রীর মুখোমুখি ধনখড়