LokSabha Election 4 Phase: মহুয়া-অধীর থেকে অখিলেশ-গিরিরাজ, এক নজরে চতুর্থ দফার হেভিওয়েট প্রার্থীরা…

LokSabha Election 2024: চতুর্থ দফার ভোটের হেভিওয়েট প্রার্থী তালিকায় আছেন সমাজবাদী পার্টি অখিলেশ যাদব, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি, তৃণমূলের মহুয়া মৈত্র, কংগ্রেসের অধীর চৌধুরী, তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান।

LokSabha Election 4 Phase: মহুয়া-অধীর থেকে অখিলেশ-গিরিরাজ, এক নজরে চতুর্থ দফার হেভিওয়েট প্রার্থীরা...
চতুর্থ দফার হেভিওয়েটরা।Image Credit source: TV9
Follow Us:
| Updated on: May 12, 2024 | 11:34 PM

নয়া দিল্লি: সোমবার ১৩ মে চতুর্থ দফার লোকসভা ভোট। মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ হবে। ৯৬টি আসনে ১ হাজার ৭১৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণের দিন। গত তিন দফার নির্বাচনে ভোটের হার ৭০ শতাংশও ছোঁয়নি। চতুর্থ দফায় কি তা ছোঁবে, থাকছে প্রশ্ন। চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের ৮ কেন্দ্রের পাশাপাশি তেলঙ্গানায় ১৭, অন্ধ্র প্রদেশে ২৫, উত্তর প্রদেশে ১৩, বিহারে ৫, ঝাড়খণ্ডে ৪, মধ্য প্রদেশে ৮, মহারাষ্ট্রে ১১, ওড়িশায় ৪, জম্মু কাশ্মীরে ১ আসনে ভোট হবে সোমবার। ২০১৯ সালে ৩৭০ রদ হওয়ার পর কাশ্মীরে এই প্রথম বড় ভোট।

চতুর্থ দফার ভোটের হেভিওয়েট প্রার্থী তালিকায় আছেন সমাজবাদী পার্টি অখিলেশ যাদব, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি, তৃণমূলের মহুয়া মৈত্র, কংগ্রেসের অধীর চৌধুরী, তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান।

বহরমপুর থেকে ভোটে লড়ছেন অধীর চৌধুরী। পাঁচবারের সাংসদ অধীরের এবারের লড়াই ইউসুফ পাঠান ও বিজেপির নির্মলকুমার সাহার বিরুদ্ধে। কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপির প্রার্থী অমৃতা রায়। কৃষ্ণনগর রাজবাড়ির বধূ তিনি।

আসানসোলে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল। উপনির্বাচনে জিতে তিনিই এই কেন্দ্রের বিদায়ী সাংসদ। সুরিন্দর সিং আলুওয়ালিয়া বিজেপির প্রার্থী এখানে। এক সময় বাবুল সুপ্রিয় বিজেপির টিকিটে জিতে এখানকার সাংসদ ছিলেন। পরে তিনি তৃণমূলে যোগ দেন। বেগুসরাইয়ের প্রার্থী গিরিরাজ সিং। এখানে সিপিআইয়ের প্রার্থী আওয়াধেশ কুমার রাই।

তেলঙ্গানার হায়দরাবাদ লোকসভা আসন থেকে লড়ছেন ওয়াইসি। ২০০৪ সাল থেকে এই আসনে ওয়াইসি লড়েছেন। এবার তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির মাধবী লতা। উত্তর প্রদেশের কনৌজের থেকে লড়ছেন অখিলেশ যাদব। সুব্রত পাঠক বিজেপির প্রার্থী সেখানে।