Air India Flight: মাঝ আকাশে বিমানকর্মীকে মারধর যাত্রীর, লন্ডনের উদ্দেশে উড়ে গিয়েও দিল্লি ফিরল Air India-র বিমান

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 10, 2023 | 1:16 PM

Air India Flight: এয়ার ইন্ডিয়ার বিমানে ফের অভব্য আচরণ এক যাত্রীর। তারপর লন্ডনের উদ্দেশে উড়ে গিয়েও দিল্লি ফিরল Air India-র বিমান।

Air India Flight: মাঝ আকাশে বিমানকর্মীকে মারধর যাত্রীর, লন্ডনের উদ্দেশে উড়ে গিয়েও দিল্লি ফিরল Air India-র বিমান
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: বিমানে একের পর এক কাণ্ড ঘটেই চলেছে। কখনও বিমানের টয়লেটে বসে ধূমপান। আবার কখনও মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব। একের পর এক ঘটনা লেগেই রয়েছে। এবার এক যাত্রীর অভব্য আচরণের তাঁকে বিমান থেকেই নামিয়ে দেওয়া হল। সোমবার এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India) ঘটেছে এই ঘটনা।

সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার AI111 বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (IGIA) থেকে লন্ডনের উদ্দেশে উড়ে গিয়েছিল। আজ সকাল ৬ টা বেজে ৩৫ মিনিটেই যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার এই বিমান। মোট ২২৫ জন যাত্রী ছিল সেই বিমানে। সংবাদ সংস্থা এএনআই অনুযায়ী, মাঝ আকাশেই বিমান কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় এক ব্যক্তির। তিনি দুই বিমান কর্মীকে মারধরও শুরু করেন। এয়ার ইন্ডিয়ার তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, উড়ানের পরপরই এক যাত্রী অভব্য আচরণ শুরু করেন। তাঁকে বারবার সতর্ক করা হলেও তিনি কোনও কথা শুনতেই নারাজ ছিলেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাঁকে লিখিত ও মৌখিক দু’ভাবেই সতর্ক করা হয়। তবে তিনি সতর্ক না হয়ে পাল্টা দুই বিমানকর্মীর উপর চড়াও হন। তাঁর এই আচরণে আহত হয়েছেন দুই বিমানকর্মী।

সঙ্গে সঙ্গে পাইলটকে বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তারপর অভিমুখ পাল্টে দিল্লিতে ফিরিয়ে আনা হয় বিমানটিকে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই ওই ব্যক্তিকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। এয়ার ইন্ডিয়া পুলিশে ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে। এদিন বিকেলে উড়ানটি ফের লন্ডনের উদ্দেশে উড়ে যাবে। এয়ার ইন্ডিয়ার তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, “এয়ার ইন্ডিয়ার দিল্লি-লন্ডন হিথ্রো AI111 বিমানটি উড়ানের পরপরই দিল্লিতে ফিরে আসে। মৌখিক এবং লিখিত সতর্কবাণীতে কান না দিয়ে যাত্রীটি কেবিন ক্রুদের দু’জন সদস্যকে শারীরিক ক্ষতি করা সহ উচ্ছৃঙ্খল আচরণ চালিয়ে যান। এয়ার ইন্ডিয়া বিবৃতিতে জানিয়েছে, “পুলিশের কাছে ওই যাত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এয়ার ইন্ডিয়ায় যাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা ক্ষতিগ্রস্থ ক্রু সদস্যদের সম্ভাব্য সমস্ত সহায়তা প্রদান করছি। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং আজ বিকেলে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে এই বিমানটি।”

প্রসঙ্গত, গত মাসে এয়ার ইন্ডিয়ার লন্ডন থেকে মুম্বইগামী একটি বিমানে এক যাত্রীকে ধূমপান করতে দেখা যায়। তাঁর বিরুদ্ধেও মামলা দায়ের করেছে বিমান কর্তৃপক্ষ। এদিকে গত বছরের নভেম্বর মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়ন্ত্রণে এয়ার ইন্ডিয়া ব্যর্থ হওয়ার এই বছরের প্রথম দিকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয় এয়ার ইন্ডিয়াকে।

Next Article